Advertisement
Advertisement
Royal Bengal Tiger spotted in Mahananda Wildlife Sanctuary

Mahananda Wildlife Sanctuary: দু’দশক পর মহানন্দা অভয়ারণ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা, উচ্ছ্বসিত বন্যপ্রাণপ্রেমীরা

ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল দক্ষিণরায়ের ছবি।

Royal Bengal Tiger spotted in Mahananda Wildlife Sanctuary । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 20, 2023 12:33 pm
  • Updated:April 20, 2023 12:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ দু’দশক পর মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্যে এবার দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। শিলিগুড়ির উপকণ্ঠে ওই অভয়ারণ্যের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে বিরল ছবি। একটি নাকি আরও রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে অভয়ারণ্য, যার ছবি ধরা পড়েছে সে পুরুষ নাকি স্ত্রী, তা এখনও স্পষ্ট নয়।

শালুগাড়া আর্মি ক্যাম্পের কিছুটা দূরে মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্য। হিমালয়ের পাদদেশে তিস্তা এবং মহানন্দা নদীর মাঝখানে অবস্থিত এই বন্যপ্রাণ অভয়ারণ্য। ১৯৪৯ সালে ১২৭ বর্গ কিলোমিটারের এটিকে সরকারিভাবে অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। ১৯৯৯ সালে সেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া গিয়েছিল। এরপর ২০১০ সালে বাঘের চিহ্ন মিলেছিল। তাই ট্র্যাপ ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়। তবে সেই সময় রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলেনি। সম্প্রতি দেখা মিলল দক্ষিণরায়ের।

Advertisement

[আরও পড়ুন: গরমে বিশ্ব রেকর্ড বাংলার! পৃথিবীর সপ্তম উষ্ণতম শহর বাঁকুড়া]

বনদপ্তর সূত্রে খবর, মহানন্দা অভয়ারণ্যের সাতমাইল এলাকার কাছে বাঘের দেখা মিলেছে। এছাড়া কালিঝোরার গোলা এবং চোকলং ব্লকের ট্র্যাপ ক্যামেরাতেও দেখা গিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারকে। তবে একটি বাঘ বা বাঘিনী চতুর্দিকে ঘুরেফিরে বেড়াচ্ছে নাকি তারা সংখ্যায় একাধিক, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) রাজেন্দ্র জাখর জানান, ২০২১ সালের সেপ্টেম্বর থেকে নজরদারি চলছে। ট্র্যাপ ক্যামেরার সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলায় খুশি বন্যপ্রাণপ্রেমীরাও।

[আরও পড়ুন: ভোটের আগে মাস্টারস্ট্রোক মমতার! স্বাস্থ্য প্রকল্পের আওতায় পঞ্চায়েত কর্মীরাও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ