Advertisement
Advertisement

নিহত ৯ শ্রমিকের পরিবারের পাশে রাজ্য, দু’লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা

রবিবার নিহতদের পরিজনদের সঙ্গে দেখা করেন ফিরহাদ হাকিম৷

State government help workers families
Published by: Sayani Sen
  • Posted:February 24, 2019 12:51 pm
  • Updated:February 24, 2019 12:51 pm

বাবুল হক, মালদহ: উত্তরপ্রদেশের ভাদোহিতে কার্পেট কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত বাংলার নজন শ্রমিক৷ মৃত শ্রমিকদের পরিবারের পাশে রাজ্য৷ রবিবার সকালে মালদহের এনায়েতপুরে নিহতদের বাড়িতে যান ফিরহাদ হাকিম৷ দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং মৃত নজন শ্রমিকের স্ত্রীদের অঙ্গনওয়াড়িতে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মন্ত্রী৷  

[২ লক্ষ টাকা করে সাহায্য, শহিদদের পরিবারের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়]

শনিবার দুপুরের আচমকাই উত্তরপ্রদেশের ভাদোহির রোহতা বাজারের কার্পেট কারখানায় বিস্ফোরণ হয়৷ বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় বাড়ির একাংশ৷ কারখানার পাশে থাকা তিনটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়৷ ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা যান মোট ১১ জন শ্রমিক৷ তাঁদের মধ্যে আতাউর রহমান, আবদুল গফফর, সুভান আনসারি, ইসরাফিল মোমিন, আবদুল কালাম মোমিন, আলমগির মোমিন, আবদুল কাদির এবং মোসাওয়ার-সহ মোট নজন মালদহের এনায়েতপুরের বাসিন্দা। এই খবর গ্রামে পৌঁছনোমাত্রই এনায়েতপুরে কান্নার রোল৷ এই পরিস্থিতিতে স্বজনহারাদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার৷ রবিবার সকালে গ্রামে যান ফিরহাদ হাকিম৷ নিহতদের পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি৷ রাজ্য সরকারের তরফে নজন শ্রমিকের পরিবারকে ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করা হয়েছে৷ এছাড়াও নিহতদের স্ত্রীরা পাবেন অঙ্গনওয়াড়িতে চাকরি৷ তাঁদের শিশুদের পড়াশোনার খরচ চালানোরও দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার৷ সোমবার শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নজন শ্রমিকের শেষকৃত্য করা হবে৷

Advertisement

[‘যেটা পারবেন সেটা বলুন’, কর্মীদের ধমক অনুব্রতর]

এদিকে, উত্তরপ্রদেশের ভাদোহির কারখানায় বিস্ফোরণকাণ্ডে মিলেছে চাঞ্চল্যকর তথ্য৷ সূত্রের খবর, কার্পেট কারখানার আড়ালে তৈরি হত বাজি৷ বারুদ থেকেই এমন তীব্র বিস্ফোরণ ঘটেছে বলেই অনুমান৷ এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে হ্যান্ড গ্রেনেড৷ কীভাবে ওই কারখানায় হ্যান্ড গ্রেনেড এল, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা৷ ঘটনার তদন্ত দাবি করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, ‘‘খাগড়াগড় নিয়ে অনেক লাফালাফি হয়েছিল৷ জঙ্গি ধরে এনআইএ-র হাতে তুলে দিয়েছে রাজ্য৷ কার্পেট কারখানার ভিতর কে গ্রেনেড রাখল? এবার কেন চুপ করে রয়েছেন যোগী? আমাদের রাজ্যের নজন প্রাণ হারিয়েছেন৷ আমরা তদন্ত চাই৷’’ পরপর নজনের মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে গোটা গ্রামে শোকের ছায়া৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সাহায্যই নিহতদের পরিজনদের অক্সিজেন জোগাচ্ছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ