Advertisement
Advertisement
মৃত

স্কুলের ছাদ থেকে পড়ে মৃত দশম শ্রেণির পড়ুয়া, আহত ১

আহত পড়ুয়া স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

Student died in school campus in Siliguri's fulbari area on monday
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 8, 2019 4:03 pm
  • Updated:July 8, 2019 5:50 pm

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: খেলতে গিয়ে স্কুলের পাঁচতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল দশম শ্রেণির এক ছাত্রের। গুরুতর জখম নবম শ্রেণির আরও এক পড়ুয়া। সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ফুলবাড়ি এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে। আহত পড়ুয়া স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটির তদন্ত শুরু করেছে ফুলবাড়ি থানার পুলিশ।

[আরও পড়ুন: লুকিয়ে পার্কে গিয়ে প্রেমিকের সঙ্গে দেখা, বাবার মারে আত্মঘাতী কিশোরী]

জানা গিয়েছে, মৃত ঋষভ আরিয়া ফুলবাড়ির ওই ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণির ছাত্র। আহত ঋত্বিককুমার সিং নবম শ্রেণির পড়ুয়া। পরিবার সূত্রে খবর, অন্যান্য দিনের মতোই এদিনও স্কুলে গিয়েছিল তারা। দুপুরের দিকে স্কুলের পাঁচতলার ছাদে বন্ধুদের সঙ্গে খেলছিল ওই দুই কিশোর। সেই সময় হঠাৎই ছাদ থেকে পড়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় দুই ছাত্রকে উদ্ধার করে এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ। সেখানেই চিকিৎসকরা ঋষভকে মৃত বলে ঘোষণা করে। আহত ঋত্বিক বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন। 

Advertisement

খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ফুলবাড়ি থানার পুলিশ। ঠিক কী ঘটেছিল তা জানতে স্কুলের অন্যান্য পড়ুয়া ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।  কিন্তু, কেন স্কুলের পাঁচতলার ছাদে উঠেছিল ওই দুই কিশোর? তাদের সঙ্গে আরও কে কে ছিল? বিপজ্জনক ওই ছাদে যাওয়ার ক্ষেত্রে স্কুলের তরফে বিধিনিষেধ ছিল না কি? যদি নিষেধাজ্ঞা থেকেই থাকে, তবে কেন সকলের চোখ এড়িয়ে ছাদে উঠেছিল তারা? যদি নিষেধাজ্ঞা না থাকে, সেটাই বা কেন? এসব প্রশ্নের উত্তরই খুঁজছেন তদন্তকারীরা। যদিও অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই ঘটনা। তবে এত বড় একটা দুর্ঘটনার পরও স্কুলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্কুলের এই নীরব ভূমিকা নিয়েও স্বভাবতই সংশয় জাগছে অভিভাবকদের মনে৷  

Advertisement

[আরও পড়ুন: পুজো শেষে নরবলির চেষ্টা! গ্রামবাসীদের তৎপরতায় রক্ষা পেলেন যুবতী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ