Advertisement
Advertisement
কল্যাণ

হ্যাটট্রিক চাই, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জয়ের জন্য যজ্ঞ শ্রীরামপুরের কর্মী-সমর্থকদের

গতবারের ব্যবধান বাড়ানোই লক্ষ্য তৃণমূল প্রার্থীর।

TMC workers arrange prayer for the hatrick of Kalyan Bannrjee
Published by: Sucheta Sengupta
  • Posted:April 6, 2019 5:41 pm
  • Updated:April 20, 2019 5:46 pm  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: নিয়মমাফিক প্রচার তো চলছেই৷ তারই মধ্যে কর্মী, সমর্থকরা আরও নানাভাবে প্রচারে নেমেছেন৷ শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য যজ্ঞের আয়োজন করলেন তৃণমূল কর্মী, সমর্থকরা৷ লক্ষ্য, আগেরবারের তুলনায় জয়ের ব্যবধান আরও বাড়ানো৷ ২০১৯ লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দু’বারের বিজয়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের কর্মী সমর্থকরা তাঁদের প্রিয় নেতার জয়ের হ্যাটট্রিক দেখতে চান।

২০১৪-র নির্বাচনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের তীর্থঙ্কর রায়কে দেড় লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেছিলন৷ দ্বিতীয়বারের জন্য সাংসদ  হয়েছিলেন। আর এবারের নির্বাচনে বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মূল প্রতিপক্ষ বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার। এমনটাই মনে করছে দলের কর্মী-সমর্থকদের একাংশ৷ তাতে অবশ্য ২ বারের সাংসদের জয় নিয়ে কোনও সংশয় নেই৷ এখন প্রশ্ন গতবারের জয়ের ব্যবধান আরও কতটা বাড়বে৷

Advertisement

                                                      [ আরও পড়ুন: মমতার মঞ্চ পাশে নিয়েই রবিবার কোচবিহারে সভা করবেন মোদি]

শনিবার হুগলির রিষড়ায় সুভাষনগর এলাকায় প্রার্থীর মঙ্গলকামনায় এক মন্দিরের সামনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যানার ও ফেস্টুনকে সামনে রেখে দলীয় কর্মী,সমর্থকরা পুরোহিত ডেকে হোম-যজ্ঞ সহকারে পুজো করেন। এদিন ফুল,মিষ্টি দিয়ে ধূমধাম করে পুজো ছিল রীতিমতো আকর্ষণের কেন্দ্রে। কর্মী, সমর্থকদের দাবি, তাঁদের নেতার জয়ের হ্যাটট্রিক নিয়ে তাঁরা একেবারে নিশ্চিত। জয়ের ব্যবধান বাড়ানোর লক্ষ্যে তাঁরা এদিন যজ্ঞের আয়োজন করেছেন বলে জানালেন৷ যজ্ঞের মূল আয়োজন করেন দলের মহিলা কর্মীরা৷ পুজো শেষে সকলেই আশীর্বাদ নেন৷ হোমের টিপ সকলের কপালে এঁকে দেন পুরোহিত৷

                                                     [ আরও পড়ুন: ‘বাংলায় বিয়াল্লিশে শূন্য পাবে বিজেপি’, আলিপুরদুয়ারে হুঙ্কার মমতার]

 ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে, কর্মিসভা, জনসভা, অনুষ্ঠানের মাধ্যমে জনসংযোগে জোর দিয়েছেন৷ ২ বারের সাংসদ এবারও নিজের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী৷ একইসঙ্গে কোমর বেঁধে নেমে পড়েছেন দলের কর্মী, সমর্থকরাও৷ শ্রীরামপুরবাসীর মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাও কম কিছু নয়৷ তবে তাঁর হ্যাটট্রিক দেখতে মরিয়া সমর্থকরা নিজেরাই প্রচারের জন্য আলাদাভাবে তোড়জোড় করেছেন৷

kalyan-jaggo-1

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement