Advertisement
Advertisement

Breaking News

বনগাঁয় হেলমেট ছাড়াই বাইক মিছিল শাসকদলের কর্মী-সমর্থকদের

মিছিলে শামিল তৃণমূল বিধায়ক ও টিএমসিপির সভানেত্রীও।

TMC workers participate in a bike rally without helmet in Bongoan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 24, 2018 9:02 pm
  • Updated:October 27, 2018 5:58 pm

সোমনাথ পাল, বনগাঁ: রাজ্যে পঞ্চায়েত ভোটের ঘোষিত নির্ঘন্ট বাতিল করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। নয়া নির্ঘন্ট নিয়ে আবার কমিশন ও সরকারের মতানৈক্য চরমে। কিন্তু, যতই টালবাহানা চলুক না কেন, চলতি বছরে আগস্টে পঞ্চায়েতগুলির মেয়াদ শেষ হয়ে যাবে। অতত্রব, এ বছর যে রাজ্যে পঞ্চায়েত ভোটে হচ্ছেই, তা নিয়ে সংশয় নেই শাসকদলের কর্মী-সমর্থকদের। তাই প্রচারও চলছে জোরকদমে। কিন্তু, পঞ্চায়েত ভোটে প্রচার করতে গিয়েই যে নিয়ম ভাঙলেন তৃণমূল কর্মী-সমর্থকরাই! মঙ্গলবার দলের প্রার্থীদের সমর্থনে উত্তর ২৪ পরগনার বনগাঁয় বাইক ব়্যালি করল তৃণমূল কংগ্রেস। বাইক ব়্যালিতে অংশ নেন স্থানীয় বিধায়ক সুরজিৎ বিশ্বাস ও তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী জয়া দত্ত। কিন্তু, ঘটনা হল, শাসকদলের কোনও কর্মী-সমর্থকের মাথায় হেলমেট ছিল না। বিরোধীরা সরব হলেও, বিষয়টিকে গুরত্ব দিতে নারাজ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। সব দেখেও নীরব পুলিশ।

[শাসকদলের কারসাজি! বীরভূমে মনোনয়ন পেশ ১৩ জন ‘ভূতুড়ে’ প্রার্থীর]

Advertisement

বেশিরভাগ সময়েই বেপরোয়া চালকের দৌরাত্ম্যে পথ-দুর্ঘটনা ঘটে। তবে পথচারীরাও যে সবসময় খুব সাবধানে চলা-ফেরা করেন, এমনটাও নয়। কিন্তু, কারণ যাই হোক না কেন, কলকাতা-সহ গোটা রাজ্যেই পথ-দুর্ঘটনা বাড়ছে। ঘটছে প্রাণহানিও। পথ দুর্ঘটনা কমাতে আসরে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘সেফ লাইফ, সেভ ড্রাইভ’ স্লোগান তুলে রাজ্য জুড়ে প্রচারাভিযান চালাচ্ছে সরকার। হেলমেটহীন বাইক আরোহীদের জরিমানাও করছে ট্রাফিক পুলিশ। কিন্তু, পঞ্চায়েত ভোটের মরশুমে নিয়ম আর মানছে কে! মঙ্গলবার বনগাঁয় হেলমেট ছাড়াই প্রার্থীদের নিয়ে বাইক ব়্যালি করলেন তৃণমূলের কর্মী-সমর্থকরাই। এদিন বনগাঁ শহর লাগোয়া গোপালনগর থানা এলাকায় বাইক চেপে দশ কিমি পথ পরিক্রমা করলেন শাসকদলের প্রার্থীরা। ছিলেন বনগাঁয় বিধায়ক সুরজিৎ বিশ্বাস, তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী জয়া দত্ত ও শ’খানেক দলীয় কর্মী-সমর্থকরা। কারও মাথাতেই তো হেলমেট চোখে পড়ল না। পুলিশের সামনে দিয়ে দিব্যি চলল বাইক ব়্যালি। শাসকদলের কর্মী-সমর্থকরা নিয়ম না মানায় সরব বিরোধীরা। কিন্তু, বিষয়টিকে আমল দিতে নারাজ তৃণমূলের স্থানীয় নেতারা।

Advertisement

[নদী গিলেছে আশ্রয়, সব হারিয়ে বাঁধ নির্মাণের দাবিতে এককাট্টা গ্রাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ