Advertisement
Advertisement

Breaking News

মরশুমের প্রথম বাঘ দর্শন সুন্দরবনে, পর্যটকদের ক্যামেরাবন্দি দক্ষিণ রায়

দেখুন সেই ভিডিও।

To the delight of tourists Tiger gives appearance at Sunderbans
Published by: Sulaya Singha
  • Posted:November 20, 2019 11:51 am
  • Updated:November 20, 2019 12:30 pm

দেবব্রত মণ্ডল: অবশেষে তাঁর দেখা মিলল। পর্যটকদের চোখের খিদে মিটিয়ে সামনে এলেন বাঘ মামা। এই মরশুমে মঙ্গলবারই সুন্দরবনে প্রথমবার ধরা দিল রয়্যাল বেঙ্গল টাইগার। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দক্ষিণ রায়ের ভিডিও।

চলতি মাসেই ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল সুন্দরবনের বেশ কিছু এলাকা। ঘরছাড়া হয়েছিলেন বহু মানুষ। তবে বড়সড় ক্ষতির মুখ থেকে সুন্দরবনবাসীকে রক্ষা করেছিল ম্যান গ্রোভ অরণ্য। বুলবুলের প্রভাব কাটিয়ে আপাতত স্বাভাবিক ছন্দে ফিরেছে সুন্দরবন। শীতের আমেজ শুরু হতেই ভিড় বাড়তে শুরু করেছে সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলোতে। সোমবার থেকেই পর্যটকদের জঙ্গলে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। আর মঙ্গলবার যাঁরা দোবাকি জঙ্গলমুখী হয়েছিলেন, তাঁরা যেন হাতে চাঁদ পেলেন। কারণ সেখানেই দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। একটি পূর্ণবয়স্ক বাঘকে দেখতে পেয়েই ক্যামেরাবন্দি করেন সেখানে উপস্থিত পর্যটকরা। সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: আকাশছোঁয়া দাম, ডিসেম্বরের শেষেই মধ্যবিত্তের পাত থেকে উধাও হতে পারে আলু]

সুন্দরবনে বাঘের দেখা পাওয়া রীতিমতো ভাগ্যের ব্যাপার। একাধিকবার ঘুরতে গিয়েও বাঘ দেখার ইচ্ছা পূরণ হয় না অনেক পর্যটকেরই। কিন্তু এবার জঙ্গলে ঢোকার অনুমতি মেলার পরের দিনই প্রকাশ্য দিবালোকে হাজির বাঘ। জঙ্গলে ঢুকেই বাঘ মামার দেখা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পর্যটকরা। মরশুমের প্রথম বাঘ দর্শনের পরই পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও ভাল ব্যবসার আশা করছেন। দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত পুলিশ। তবে একইসঙ্গে স্থানীয়দের নিরাপত্তার দিকেও নজর রাখছে পুলিশ। কারণ এর আগে বাঘের হানায় মৎস্যজীবীদের মৃত্যুর খবর একাধিকবার শিরোনামে উঠে এসেছে। এবার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগেভাগেই সতর্ক পুলিশ-প্রসাশন।

Advertisement

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: বুধ-সকালে কলকাতায় শীতের আমেজ, এক লাফে ২ ডিগ্রি কমল তাপমাত্রা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ