Advertisement
Advertisement

Breaking News

Ballot Box

পঞ্চায়েত ভোট শেষ হলেও থামছে না বিতর্ক, এবার পুকুর থেকে উঠল আস্ত দুটি ব্যালট বক্স!

ডুপ্লিকেট ব্যালট বক্স ছিল? প্রশ্ন বিরোধীদের।

Two Ballot boxes recovered from local pond at Nakashipara, Nadia raises new controversy | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 30, 2023 6:49 pm
  • Updated:July 30, 2023 6:56 pm

সঞ্জিত ঘোষ, নদিয়া: রাজ্যে পঞ্চায়েত ভোট (Bengal Panchayat Election 2023)শেষ হয়েছে সপ্তাহ দুয়েকেরও বেশি সময়ে হয়ে গেল। এতদিন কেটে যাওয়ার পরও বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এখনও পুকুর কিংবা ঝোপঝাড় থেকে উদ্ধার হচ্ছে ব্যালট বক্স (Ballot Box)। রবিবার সকালে নদিয়ার নাকাশিপাড়ায় পুকুর (Pond) থেকে পাওয়া গেল দু-দু’টি ব্যালট বাক্স। আর তা নিয়ে শুরু হয়েছে শোরগোল। এতদিন পরও কীভাবে ব্যালট বাক্স উদ্ধার হচ্ছে? সেই প্রশ্ন উঠেছে। সেইসঙ্গে ভোটগণনায় কারচুপিরও অভিযোগ উঠছে।

কারও হার তো কারও জয় ছিল এই বাক্সে বন্দি। যা গত ১১ জুলাই ভোটগণনার সময় থাকার কথা গণনাকেন্দ্রে। কিন্তু তা কীভাবে এখনও মাঠেঘাটে, পুকুর-নদীতে পাওয়া যাচ্ছে? রবিবার নাকাশিপাড়া (Nakashipara) থানার বিলকুমারী গ্রাম পঞ্চায়েতের মধ্য বহিরগাছি গ্রামের পুকুর থেকে উদ্ধার হল দুটি ব্যালট বাক্স। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে, গ্রামের মধ্যমপাড়ার একটি ছোট্ট পুকুরে সকালবেলা গ্রামের কয়েকজন বাসিন্দা পাট (Jute) জাঁক দেওয়ার কাজ করছিলেন। হঠাৎ পায়ে পরপর দুটি লোহার বাক্স ঠেকায়, কাজ ছেড়ে তাঁরা জলে খুঁজতে থাকেন।ওই বাক্স ধরে ডাঙায় তুলতেই দেখা যায়, দুটিই ব্যালট বাক্স।

Advertisement

[আরও পড়ুন: ভারতীয় প্রেমিকের টানে শ্রীলঙ্কা থেকে ছুটে এলেন যুবতী, বিয়ের পিঁড়িতে বসতেই বিপত্তি!]

এই কথা চাউর হতেই এলাকায় উৎসুক মানুষজন ভিড় জমান। দুটি ব্যালট বক্স পাওয়ায় বিরোধীদের বক্তব্য, তাহলে কি ডুপ্লিকেট ব্যালট বক্সই ছিল? ফলাফল বেরিয়ে গেল অথচ এখনও কীভাবে পুকুরের জল থেকে উদ্ধার হচ্ছে দুটি ব্যালট বক্স। এনিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) প্রতিক্রিয়া, ”পঞ্চায়েত ভোট যেভাবে হয়েছে রাজ্যে, তা প্রহসন। গাজোলে একেবারে অবিকৃত অবস্থায় একটি ব্যালট বাক্স পাওয়া গিয়েছে। এই অবস্থায় বিডিও-দের চাকরি কীভাবে থাকে? অপদার্থ পুলিশ প্রশাসন।”

Advertisement

[আরও পড়ুন: ‘বাম-কংগ্রেস কর্মীদের সমর্থনে ত্রিশঙ্কু পঞ্চায়েতের দখল নেবে বিজেপিই’, দাবি সুকান্তর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ