Advertisement
Advertisement

মোবাইলের আলোয় দেড় ঘণ্টা অপারেশন, সারমেয়কে বাঁচিয়ে নজির পশুপ্রেমীদের

মানবিকতার সাক্ষী থাকল মালদহ। 

Vets operates on Dog under mobile Phone torch
Published by: Tanumoy Ghosal
  • Posted:October 14, 2018 4:05 pm
  • Updated:October 14, 2018 4:05 pm

বাবুল হক, মালদহ: উৎসবের আনন্দে মেতে উঠতে চলেছে আপামর বাঙালি। আলোর রোশনাইয়ে ঢাকা পড়তে চলেছে  শহর। ঠিক তখনই পবিত্রবাবুদের নজর এড়ায়নি ট্রেনের ধাক্কায় কাতর এক সারমেয়। তার অস্ত্রোপচার ও সুশ্রূষায় ব্যস্ত হয়ে পড়েন পবিত্রবাবুরা। এটাই হয়তো প্রকৃত সারমেয় প্রেম! মানবিক এই ঘটনাটি ঘটেছে মালদহ শহরে।

[‘তিতলি’-র শক্তিক্ষয়, শরৎ নীলিমায় পঞ্চমীতে রোদের ঝিলিক]

Advertisement

রেললাইন পার হতে গিয়ে গুরুতর জখম এক সারমেয়র অস্ত্রোপচার করে আরও একবার নজির গড়লেন মালদহের পশুপ্রেমীরা। শুক্রবার রাতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরেই জেলার পশুপ্রেমীরা এমন এক বেনজির দৃষ্টান্ত তৈরি করেছেন। সেই সংস্থার নাম মালদহ অ্যানিমাল কেয়ার ইউনিট। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোরের পাশে দু’টো টেবিল দিয়ে রীতিমতো তৈরি করা হয় আস্ত একটা অপারেশন থিয়েটার। বেড বলতে সেই টেবিলই। তাতেই চলল জখম সারমেয়টির অস্ত্রোপচার। আলোর জোগান দিয়েছে তাঁদেরই দু’টি মোবাইল হ্যান্ডসেট। স্যালাইন ও ইনজেকশন দিয়ে সারমেয়টির ক্ষত সংলগ্ন জায়গা অবশ করে অপারেশন করা হয় বলে জানিয়েছেন মালদহ শহরের বাসিন্দা পবিত্র সরকার। মোবাইলের লাইট জ্বালিয়েই প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় এই অপারেশন সফল হয়।

Advertisement

মালদহ মেডিক্যালের সামনে দিয়েই চলে গিয়েছে রেলপথ। মঙ্গলবার রেললাইন পার হতে গিয়ে সারমেয়টির ডান পা গুরুতর জখম হয়। স্থানীয়দের দাবি, ওই অবস্থায় সারমেয়টি নিজেই চলে আসে মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের সামনে। কিন্তু সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। ঘটনার পর তিন দিন ধরে জখম অবস্থায় সেই এলাকাতেই ঘুরে বেড়ায় বেমালিক ওই সারমেয়টি। শুক্রবার রাতে এক আত্মীয়র চিকিৎসা করাতে মেডিক্যালে আসেন পশুপ্রেমী পবিত্র সরকার। সারমেয়টি তাঁর নজরে পড়ে। তিনিই খবর দেন কেয়ার ইউনিটে। সদলে রাতেই ছুটে আসেন ওই ইউনিটের কর্ণধার স্বরূপ চট্টোপাধ্যায়। সফল হয়েছে অস্ত্রোপচার। বেঁচে রয়েছে সারমেয়টিও। 

ছবি: হরেন চৌধুরি

[ আলো আর সুরের মূর্ছনায় অন্য চেহারা নেবে দক্ষিণেশ্বর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ