Advertisement
Advertisement
Governor

মাটিগাড়া ধর্ষণ ও খুন: মৃতার বাড়িতে রাজ্যপাল ও শিশু সুরক্ষা কমিশন, কথা পরিবারের সঙ্গে

অভিযুক্তের কঠোরতম শাস্তির আশ্বাস দিয়েছেন রাজ্যপাল।

WB Governor and Child Rights Commission visits killed student in Matigara
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 27, 2023 4:59 pm
  • Updated:August 27, 2023 5:03 pm

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: মাটিগাড়া (Matigara) নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত বাংলা। এসবের মাঝে রবিবার সকালে নির্যাতিতার বাড়িতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কথা বললেন পরিবারের সদস্যদের সঙ্গে। একইদিনে মৃতার বাড়িতে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল।

দিনকয়েক আগে স্কুলড্রেস পরা অবস্থায় ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় শিলিগুড়ির মাটিগাড়ায়। নাবালিকার বাড়ি থাপড়াইল এলাকায়। স্কুল ছুটির পর হাঁটা পথেই ওই ফাঁকা জায়গায় পৌঁছেছিল নাবালিকা। সঙ্গে ছিল অভিযুক্ত যুবক। পুলিশে অনুমান, কোনওভাবে ঝোপ-জঙ্গলে ভরা ঘরে নাবালিকাকে নিয়ে যায় অভিযুক্ত। এরপরই তাকে ধর্ষণের চেষ্টা করে সে। নাবালিকা বাধা দেওয়ায় রাগের মাথায় ঘরে পড়ে থাকা ইট দিয়ে নাবালিকার মাথা থেঁতলে দেয় অভিযুক্ত। এরপর ৬ ঘণ্টা কাটতে না কাটতেই ধরা পড়ে লেনিন কলোনির বাসিন্দা অভিযুক্ত মহম্মদ আব্বাস। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল রাজ্য রাজনীতিতে। বিধানসভাতেও উঠেছে এই প্রসঙ্গ। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব নাবালিকার পরিবার।

Advertisement

[আরও পড়ুন: দত্তপুকুর বিস্ফোরণের দায় কার? বিজেপি বলছে রথীন ঘোষ, ISF-কে দুষছে তৃণমূল]

এই পরিস্থিতিতে রবিবার মাটিগাড়ায় গিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দেখা করেছেন মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। এরপর সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল। সেখানেই তিনি জানান, তদন্ত চলছে। অভিযুক্ত শাস্তি পাবেই। নিশানা করেন রাজ্যকেও। বলেন, যেখানে নারীরা সুরক্ষিত নয়, সেখানে কন্যাশ্রীর কোনও অর্থ নেই। এদিনই মৃতার বাড়িতে গিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় ও উপদেষ্টা অনন্যা চক্রবর্তী। অনন্যা চক্রবর্তী বলেন, “আমারও বাড়িতে মেয়ে আছে। মৃতার পরিবার আমাদের খুব সহযোগিতা করেছে। ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” একই দাবি করেছেন সুদেষ্ণা রায়ও।

Advertisement

[আরও পড়ুন: রোভার ‘প্রজ্ঞানে’র নিয়ন্ত্রণ তাঁর হাতে, চন্দ্রযান ৩ মিশনের অন্যতম কাণ্ডারী আসানসোলের রিমা ঘোষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ