Advertisement
Advertisement

Breaking News

‘ত্রুটিপূর্ণ’ নথি জমা, সুপ্রিম কোর্টে বিড়ম্বনায় রাজ্য নির্বাচন কমিশন

ক্যাভিয়েট দাখিল সিপিএম ও বিজেপির, অনিশ্চিত ভোটের ভবিষ্যৎ।

west bengal election commission challeges high court verdict in supreme court
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 9, 2018 7:18 pm
  • Updated:May 9, 2018 7:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ই-মনোনয়ন নিয়ে কলকাতা হাই কোর্টের দেওয়া রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য নির্বাচন কমিশন৷ তবে, ‘ত্রুটিপূর্ণ’ নথি জমা দেওয়ায় এদিন শুরুতেই ধাক্কা সুপ্রিম কোর্টে বিড়ম্বনায় পড়তে হল রাজ্য নির্বাচন কমিশনকে৷ ই-মনোনয়ন নিয়ে কমিশনের মামলা দায়ের পর কমিশনের একতরফা শুনানি আটকাতেই ক্যাভিয়েট দাখিল করে সিপিএম ও বিজেপি উভয়পক্ষই৷

[দিনভর চলল সওয়াল-জবাব, হাই কোর্টে পঞ্চায়েত মামলার রায় ঘোষণা বৃহস্পতিবার]

আদালত সূত্রে খবর, এদিন রাজ্য নির্বাচন কমিশনের তরফে যে নথি জমা দেওয়া হয়, তাতে পাঁচটি ত্রুটি চিহ্নিত করে শীর্ষ আদালত৷ ত্রুটি সংশোধন করার পর মামলা দায়ের হলেও পরবর্তী শুনানি কবে, তা এখনও জানা সম্ভব হয়নি৷ এমনকি, মামলা দ্রুত শুনানির জন্যও কমিশনের তরফে কোনও আবেদন জানানো হয়নি বলেও আদালত সূত্রে খবর৷ এদিন মামলা দায়ের হওয়ার পরপর সিপিএম ও বিজেপির তরফে আদালতে ক্যাভিয়েট দাখিল করা হয়৷ ক্যাভিয়েট দাখিল হওয়ার দরুন, কমিশন একতরফা মামলার শুনানি করতে পারবে না৷ সিপিএম ও বিজেপির বক্তব্য শোনা না পর্যন্ত এই মামলার শুনানি হবে না৷

Advertisement

[ই-মনোনয়নের সআরজি মঞ্জুর হাই কোর্টের, সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা কমিশনের]

এমনিতেই ১৪ মে, সোমবার একদফায় রাজ্যের পঞ্চায়েত ভোট হবে কি না তা নিয়ে অনিশ্চয়তার মেঘ জমতে শুরু করেছে৷ কারণ, ই-মনোনয়ন সংক্রান্ত হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কমিশন৷ আগামিকাল বৃহস্পতিবার পঞ্চায়েত মামলার নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে৷ ফলে, হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে জোড়া মামলার জেরে নির্দিষ্ট দিনে ভোট করানো ও  ভোটের প্রস্তুতি নেওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে৷ কারণ, সুপ্রিম কোর্টের রায় যদি কমিশনের বিরুদ্ধে যায়, তাহলে অনলাইনে মনোনয়ন গ্রহণ করে সিপিএম ও বিজেপির অন্তত হাজার তিনেক প্রার্থীকে ভোটে লড়াইয়ের সুযোগ দিতে হবে৷ ফলে, নতুন করে ছাপাতে হবে ব্যালট পেপার৷ ব্যালট ছাপতেও দু-এক দিন সময় লাগবে৷ নতুন করে ছাপানো ব্যালট বণ্টন ও নতুন করে ভোটপ্রক্রিয়া চালু করা এবং শনিবার, রবি ছুটি মিলিয়ে কমিশনের হাতে মাত্র দু’দিন সময় রয়েছে৷ এই দু’দিনে সবকাজ গুটিয়ে আনা বেশ শক্ত বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ