Advertisement
Advertisement
ফণী

শক্তিশালী ফণীর ছোবলের আশঙ্কায় কাঁটা ওড়িশা, মোকাবিলায় প্রস্তুত বাংলা

ঘূর্ণিঝড় ফণী চিন্তায় ফেলেছে নির্বাচন কমিশনকেও৷

West Bengal on edge as severe cyclonic storm Fani nears
Published by: Sayani Sen
  • Posted:May 2, 2019 6:11 pm
  • Updated:May 2, 2019 6:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়লার স্মৃতি এখনও টাটকা৷ দশ বছরের মাথায় আবারও বাংলায় দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশা উপকূল ছুঁয়ে শুক্রবারই এ রাজ্যে ঢুকে পড়তে পারে ফণী৷ রবিবার পর্যন্ত এ রাজ্যে বজায় থাকতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাব৷ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় আতঙ্কিত বাংলাবাসী৷

[ আরও পড়ুন: ফণী আতঙ্কে দিঘা ছাড়ছেন পর্যটকরা, শুনশান সৈকত শহর]

আবহবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের মতে, বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপাসাগরের উপর অবস্থান করছে ঘূর্ণিঝড় ফণী৷ প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় শুক্রবার আছড়ে পড়তে পারে পুরীতে৷ কিছুটা শক্তিক্ষয় হওয়ার পরে তা ঢুকবে বাংলায়৷ প্রায় ১৬ থেকে ১৮ ঘণ্টা ফণীর প্রভাব কার্যকর থাকবে রাজ্যে৷ সেই সময় হাওড়া, হুগলি-সহ অন্যান্য উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে৷ ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনাও রয়েছে৷ ৪ মে বিকেলের পর থেকে রাজ্যের আবহাওয়ার পরিবর্তন হবে৷ বাংলা হয়ে ঘূর্ণিঝড় ফণী মোড় নেবে বাংলাদেশের দিকে৷ সেখানে প্রায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া৷ সঙ্গে চলবে অতি ভারী থেকে ভারী বৃষ্টি৷

Advertisement

[ আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী, নিরাপত্তার স্বার্থে রাজ্যের স্কুলগুলিতে ছুটি ঘোষণা]

২০১১ সালের মে মাসে রাজ্যে আছড়ে পড়েছিল আয়লা৷ সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছিল৷ আবহবিদদের মতে, ঘূর্ণিঝড় ফণী আয়লার থেকে অনেক বেশি শক্তিশালী৷ সেক্ষেত্রে ঠিক কতটা ক্ষতি হবে বাংলার, সেই প্রশ্ন ভাবাচ্ছে আপামর বঙ্গবাসীকে৷ যদিও হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আয়লার তুলনায় ফণীর প্রভাবে বাংলায় ক্ষয়ক্ষতি কিছুটা কম হবে৷ তবে পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত নবান্ন৷ ইতিমধ্যেই একপ্রস্থ বৈঠকও করেন আধিকারিকরা৷ রাজ্য সরকারের বিপর্যয় ব্যবস্থাপন ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে৷ নম্বরটি ১০৭০৷ আগামী ২৪ ঘণ্টা ভুবনেশ্বরে বন্ধ বিমান পরিষেবা৷ 

Advertisement

এদিকে, আগামী ৬ মে রাজ্যে পঞ্চম দফার লোকসভা নির্বাচন৷ তার আগে ফণী নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশনও৷ স্ট্রংরুমগুলির নিরাপত্তা নিয়ে জেলা প্রশাসনকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ এমনকী, কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে শুক্রবার দুপুরের মধ্যে নির্বাচন কমিশন সে সংক্রান্ত রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ