Advertisement
Advertisement

Breaking News

কলকাতা হাই কোর্ট

অষ্টম শ্রেণি পাশেই মিলতে পারে কলকাতা হাই কোর্টে চাকরি, আবেদন করবেন নাকি?

জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Calcutta High Court invites application for the post of driver
Published by: Sayani Sen
  • Posted:February 26, 2020 4:27 pm
  • Updated:February 26, 2020 4:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়িচালক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কলকাতা হাই কোর্ট। আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। তবে বেশ কয়েকমাস কাজ করার পর দক্ষতার ভিত্তিতে ওই কর্মীকে স্থায়ী হিসাবে নিয়োগ করা হতে পারে। আগ্রহী প্রার্থীরা একটি সাদা কাগজে তাঁদের বায়োডেটা লিখে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে পারেন। আবেদনের শেষ দিন ১৮ মার্চ, ২০২০।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. অষ্টম শ্রেণি পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
২. আবেদনকারীর ড্রাইভিং লাইসেন্স থাকা বাঞ্ছনীয়।
৩. বিভিন্ন ধরনের গাড়ি চালানোতেই স্বচ্ছন্দ্য হওয়া আবশ্যক।
৪. অটোমোবাইল মেকানিকজম সম্পর্কে অল্পবিস্তর জ্ঞান থাকা বাঞ্ছনীয়।

Advertisement

[আরও পড়ুন: আপনি কি অষ্টম শ্রেণি পাশ? শিলিগুড়ি পুরনিগমে পেতে পারেন চাকরির সুযোগ]

আবেদনকারীর বয়সসীমা:
১৮ মার্চ, ২০২০ তারিখের নিরিখে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তবে সরকারি নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST) প্রার্থীরা ৫ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন।

Advertisement

আবেদনের পদ্ধতি:
একটি সাদা কাগজে বায়োডেটা লিখে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানাটি হল: দ্য রেজিস্ট্রার জেনারেল, হাইকোর্ট, ৩ এসপ্ল্যানেড রো(ওয়েস্ট), কলকাতা-৭০০০০১। আবেদনপত্রের জন্য অবশ্যই ২৫ সেন্টিমিটার x ১১ সেন্টিমিটারের একটি নিজের সই করা খাম পাঠাতে হবে।

[আরও পড়ুন: শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমেই মিলতে পারে রাজ্য পুলিশে চাকরি, রইল আবেদনের খুঁটিনাটি]

আবেদনের ফি:
আবেদনের জন্য সাধারণ (General) প্রার্থীদের ৩০০ টাকা এবং তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST) প্রার্থীদের ১০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে। পোস্টাল অর্ডারের মাধ্যমে ফি জমা দিতে হবে।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
হাতেকলমে গাড়ি চালানোর পরীক্ষার মাধ্যমেই কর্মী নিয়োগ করা হবে।

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ৫ হাজার ৪০০ টাকা থেকে ২৫ হাজার ২০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য www.calcuttahighcourt.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ