Advertisement
Advertisement

Breaking News

Nehru Yuva Kendra Sangathan West Bengal

স্নাতক হলেই মিলতে পারে মোটা বেতনের সরকারি চাকরি, আবেদন করতে ভুলবেন না

জেনে নিন আবেদনের শর্ত।

Nehru Yuva Kendra Sangathan, West Bengal is inviting application for the posts of District Project Officer। Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 19, 2021 2:39 pm
  • Updated:June 19, 2021 2:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, রাজ্যের নেহরু যুব কেন্দ্র সংগঠনে (Nehru Yuva Kendra Sangathan) ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার পদে পাঁচজনকে নিয়োগ করা হবে। হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মালদায় শূন্যপদ রয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুলাইয়ের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

আবেদনকারীর যোগ্যতা:
১. যেকোনও শাখায় স্নাতকরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
২. আবেদনকারীর জলপ্রকল্প, দূষণ নিয়ন্ত্রণ, স্বচ্ছ ভারত মিশন, পরিবেশ-সংক্রান্ত যেকোন প্রকল্পে কাজের ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

Advertisement

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ৩৩ হাজার টাকা করে সাম্মানিক পাবেন।

Advertisement

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখ হিসাবে সর্বোচ্চ ৩৫ বছর বয়সিরা আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: উপকূলরক্ষী বাহিনীতে চাকরি করতে চান? জেনে নিন আবেদনের শর্ত]

আবেদনের পদ্ধতি:
মেল আইডি কিংবা নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠানো যাবে।
হাওড়ার আবেদনকারীরা [email protected] এই ই-মেল আইডি কিংবা পি-১২৩, সদর বক্সি লেন, হাওড়া: ৭১১১০১ এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারেন।

নদিয়ার আবেদনকারীরা [email protected] এই ই-মেল আইডি কিংবা ১১৫, বেজিখালি লেন, কৃষ্ণনগর: ৭৪১১০১ এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারেন।

[email protected] এই ই-মেল আইডি কিংবা ৫৮ কেএনসি রোড, নয়ন কানন, বারাসত: ৭০০১২৪ এই ঠিকানায় উত্তর ২৪ পরগনার আবেদনকারীরা আবেদনপত্র পাঠাতে পারেন।

পূর্ব মেদিনীপুরের আবেদনকারীরা [email protected] এই ই-মেল আইডি কিংবা পাদুমবাসন, পূর্ব মেদিনীপুর: ৭২১৬৩৬ এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারেন।

মালদহের আবেদনকারীরা [email protected] এই ই-মেল আইডি কিংবা স্টেশন রোড, মালদহ: ৭৩২১০১ এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারেন।

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

আগ্রহী প্রার্থীদের https://nyks.nic.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: স্নাতক হলে IBPS-এর মাধ্যমে মিলতে পারে ব্যাংকে চাকরি, আজই আবেদন করুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ