Advertisement
Advertisement
Food Safety Officers

মোটা বেতনের সরকারি চাকরি চান? জেনে নিন আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

West Bengal Health Recruitment Board to recruits 22 Food Safety Officers, apply now । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 19, 2022 4:46 pm
  • Updated:December 19, 2022 4:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য সুখবর। কারণ, ফুড সেফটি অফিসার পদে মোট ২২ জনকে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:

Advertisement
  • ফুড টেকনোলজি/ডেয়ারি টেকনোলজি/বায়োটেকনোলজি/অয়েল টেকনোলজি/কৃষিবিজ্ঞান/ভেটেরিনারি সায়েন্সেস/বায়ো কেমিষ্ট্রি/মাইক্রোবায়োলজি অথবা কেমিস্ট্রি মাস্টার্স হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারেন।
  • ফুড অথরিটি অনুমোদিত কোনও কেন্দ্র থেকে প্রশিক্ষণের সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়।
  • বাংলা/নেপালি ভাষায় লেখা এবং পড়ার দক্ষতা থাকা প্রয়োজন।

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৩৬ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যের মহিলাদের জন্য সুখবর, মাধ্যমিক পাশেই মিলতে পারে সরকারি চাকরি]

বেতন:
এই শূন্যপদে চাকরিপ্রাপ্তরা প্রতি মাসে ৩৫ হাজার ৮০০ টাকা থেকে ৯২ হাজার ১০০ টাকা বেতন পাবেন।

আবেদনের পদ্ধতি:
https://www.wbhrb.in/ ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে পারেন।

আবেদনের ফি:
আবেদনকারীকে ব্যাংকে ফি হিসাবে ২১০ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষদিন:
আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

[আরও পড়ুন: জোড়া ডিগ্রি অর্জনের নেশায় কমছে শিক্ষার মান? কী বলছেন বিশেষজ্ঞরা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ