Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

বঙ্গে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬৪৮

সংক্রমণের শীর্ষে কলকাতাই।

Corona in West Bengal: 3648 new cases in lst 24 hours, 8 death |Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:April 9, 2021 7:39 pm
  • Updated:April 9, 2021 7:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের বঙ্গে রাজনৈতিক অশান্তির পাশাপাশি নতুন করে চিন্তা বাড়িয়ে তুলছে রাজ্যের ঊর্ধ্বমুখী করোনা (Coronavirus) সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে নতুন করে কোভিড-১৯এ (COVID-19) সংক্রমিত ৩৬৪৮ জন। বৃহস্পতিবারও  এই সংখ্যা ছিল প্রায় ২৮০০। অর্থাৎ দৈনিক সংক্রমণ বাড়ল প্রায় ৮০০। গত ২৪ ঘণ্টায় করোনার ছোবলে মৃত্যু হয়েছে রাজ্যের ৮ জনের। সংক্রমণের হারে সবচেয়ে এগিয়ে কলকাতা। এখানে দৈনিক আক্রান্ত ৬৭৫ জন। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্য়ান বলছে, একদিনে রাজ্যে আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেক কম। ২৪ ঘণ্টায় ১১৪৬ জন সুস্থ হয়ে ফিরেছেন। করোনা থেকে সুস্থতার হার এ নিয়ে দাঁড়াল ৯৫.২২ শতাংশ। এখনও পর্যন্ত মহামারীর কামড়ে মৃত্যুর মুখে পড়েছেন রাজ্য়ের ১০,৩৭৮ জন। এই মুহূর্তে রাজ্য়ে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১৮, ৬০৩, যা গত দিনের তুলনায় প্রায় ৩০০০ বেশি। কলকাতার পরই যেসব জেলার করোনা পরিসংখ্যানে মাথাব্যথা বাড়ছে, তা হল উত্তর ২৪ পরগনা, এখানে একদিনেই সংক্রমিত হয়েছেন ৬৫৭ জন।   

Advertisement

[আরও পড়ুন: নন্দীগ্রামের পর হাওড়া, ভোটে অশান্তি এড়াতে বিশেষ পুলিশ অফিসার নিয়োগ কমিশনের]

দেশে করোনার দ্বিতীয় ঢেউ আচড়ে পড়ার পর বৃহস্পতিবারই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। যদিও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ভোটের প্রচারে ব্যস্ত থাকায় এই বৈঠকে ছিলেন না। বাংলার তরফে ছিলেন মুখ্যসচিব। তাতে নানা সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। আলোচনা হয়েছে ভ্য়াকসিন (Corona vaccine) সরবরাহ নিয়েও। রাজ্যবাসীকে বিনামূল্যে করোনার ভ্য়াকসিন দিতে চেয়ে কেন্দ্রের কাছ থেকে তা কিনতে চেয়ে মুখ্যমন্ত্রী দিল্লিতে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু সেই আবেদনে সাড়া পাননি। ইতিমধ্যেই খবর, বেশ কয়েকটি রাজ্যে প্রতিষেধকের অপ্রতুলতা তৈরি হয়েছে। বাংলায় টিকাকরণের কী পরিস্থিতি, ভোটযুদ্ধের মাঝে সতর্কতা কতটা নেওয়া হচ্ছে, সেসব নিয়ে সংশয় থাকছে। তার উপর এই লাগামহীনভাবে সংক্রমণ বৃদ্ধিতে সাধারণ মানুষের আশঙ্কা বাড়ছে।  

Advertisement

[আরও পড়ুন: ‘তৃণমূলকে ভোট না দিলে উন্নয়ন থেকে বঞ্চিত করা হবে’, দলের নেতার হুমকিতে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ