Advertisement
Advertisement
Coronavirus

Coronavirus Update: করোনার তৃতীয় ঢেউয়ে রাজ্যে রেকর্ড মৃত্যু, নিম্নমুখী সংক্রমণের গ্রাফ

কমল পজিটিভিটি রেটও।

Coronavirus Update: 19,064 new cases in last 24 hours, 39 death
Published by: Sucheta Sengupta
  • Posted:January 15, 2022 7:41 pm
  • Updated:January 15, 2022 8:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Coronavirus) তৃতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত রেকর্ড প্রাণহানি। একদিনে মহামারীর বলি পশ্চিমবঙ্গের (West Bengal)৩৯ জন। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, নিম্নমুখী কোভিড (COVID-19)সংক্রমণের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ১৯ হাজার ৬৪ জন। কলকাতা-সহ একাধিক জায়গার দৈনিক সংক্রমণ কমেছে।

স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, শুক্রবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২২ হাজারের বেশি। শনিবার তা নেমে এল ১৯ হাজারে। তবে মৃত্যুর হার নতুন করে চিন্তা বাড়াল। শুক্রবার ২৮ জনের প্রাণ কেড়েছিল মারণ ভাইরাস, শনিবার একলাফে তা বেড়ে দাঁড়াল ৩৯। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯১৩২ জন। শতকরা হিসেবে ৯০.৬৮। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৬৪,৫৭২ টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২৯.৫২ শতাংশ রিপোর্ট পজিটিভ। 

Advertisement

[আরও পড়ুন: ভোটে দাঁড়াতেই ভাইরাল বিকিনি পরা ছবি, বিতর্কে মুখ খুললেন উত্তরপ্রদেশের কংগ্রেস প্রার্থী]

 

এবার আসা যাক জেলার পরিসংখ্যানে। দৈনিক সংক্রমণের শীর্ষে সেই কলকাতা। এখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড পজিটিভ ৪৮৩১। দ্বিতীয় স্থান ধরে রেখেছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ৩৪৯৬। এরপর রয়েছে দক্ষিণ ২৪পরগনা, হাওড়া, হুগলি। দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১২৮২ জন। কড়া কোভিডবিধি মেনে গঙ্গাসাগর মেলা হলেও অনেকের আশঙ্কা, এই মেলা থেকে সংক্রমণের হার বেড়েছে। তুলনায় ভাল পরিস্থিতি পশ্চিম বর্ধমানের। এখানে সংক্রমণ হাজারের নিচে নেমেছে। 

Advertisement

[আরও পড়ুন: বঞ্চিত বাংলা! কেন্দ্রের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাদ রাজ্যের ‘নেতাজি’ থিমের ট্যাবলো]

 এসবের মাঝেই রাজ্যে কোভিড সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ বেড়েছে আগামী ৩১ তারিখ পর্যন্ত। শনিবারই নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হয়েছে। খোলা প্রাঙ্গণে মেলায় কোনও বাধা নেই। বিয়েবাড়িতে সর্বোচ্চ ২০০ জন আমন্ত্রিতের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া নাইট কারফিউ যেমন জারি আছে, তেমনই থাকবে আগামী দু সপ্তাহে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ