Advertisement
Advertisement

Breaking News

দেশাত্মবোধক দৃশ্য বাদ দিলে পাকিস্তানে মুক্তি পাবে না ‘দঙ্গল’: আমির

দেশের আগে ব্যবসা নয়, বুঝিয়ে দিলেন আমির৷

Aaamir says No 'Dangal' in Pakistan, as it refuses national anthem
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 7, 2017 9:21 am
  • Updated:April 7, 2017 9:21 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবির কোনও দৃশ্য বাদ দেওয়া হবে না৷ বিশেষ করে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত যে সব দৃশ্যে রয়েছে, সেগুলি তো একেবারেই নয়৷ একটি দৃশ্য বাদ দেওয়া হলেও পাকিস্তানে ‘দঙ্গল’ মুক্তি পাওয়ার কোনও প্রয়োজনই নেই৷ সাফ জানিয়ে দিলেন আমির খান৷

[Jio গ্রাহকরা এখনও পাবেন ৩ মাসের ফ্রি 4G ডেটা, জেনে নিন কী করে]

Advertisement

কুস্তিগীর মহাবীর সিং ফোগাট ও তাঁর দুই মেয়ে গীতা-ববিতার এই জীবন সংগ্রামের কাহিনি ইতিমধ্যেই দেশে-বিদেশে ৭০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে৷ সম্প্রতি ‘দঙ্গল’-এর থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশনের সত্ত্ব কেনে পাকিস্তানের জিও টিভি৷ ছবি মুক্তি পাওয়ারও কথা ছিল প্রতিবেশী দেশে৷ কিন্তু পাকিস্তান সেন্সর বোর্ডের প্রধান মোবাশির হাসান জানান, ছবির কিছু দৃশ্য বাদ দিতে হবে৷ যেখানে ভারতের জাতীয় পতাকা রয়েছে এবং জাতীয় সংগীত গাওয়া হয়েছে৷ এর বিরুদ্ধেই সরব হয়েছেন মিস্টার পারফেকশনিস্ট৷ আমিরের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ছবির জন্য সব দৃশ্য খুবই গুরুত্বপূর্ণ৷ এমন কিছুই নেই যাতে কোনও ব্যক্তি বা রাষ্ট্রের অবমাননা করা হয়৷ আমির মনে করেন এমন দাবির কোনও যৌক্তিকতা নেই৷ তাই হয় পুরো ছবি মুক্তি পাবে নয়তো একেবারেই নয়৷

Advertisement

[‘সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সহিষ্ণুতায় সবার থেকে এগিয়ে ভারত’]

ভারতের প্রতি যতই বিদ্বেষ থাক পাক মুলুকের বাসিন্দাদের বলিউড ছবি এবং তারকাদের প্রতি অগাধ প্রেম রয়েছে৷ এই কারণেই ফেব্রুয়ারি মাসে বলিউড ছবির উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে বাধ্য হয়েছে পাকিস্তান সরকার৷ মুক্তি পেয়েছিল হৃতিক রোশনের ‘কাবিল’৷ কিন্তু এরপরই বাধার সম্মুখীন হয় শাহরুখের ‘রইস’৷ পাক দর্শকদের কাছে পৌঁছতে পারেনি কিং খানের এই ছবি৷ আর এই সিদ্ধান্তের নেপথ্যে পাক সেন্সরবোর্ডের যুক্তি ছিল, ছবিতে নাকি মুসলিম সম্প্রদায়ের মানুষদের খাটো করে দেখানো হয়েছে৷ এবার নতুন অজুহাত খাড়া করা হয়েছে আমিরের ‘দঙ্গল’-এর জন্য৷ তবে লড়াইয়ের এই ময়দানে আক্রমণাত্মক মেজাজই বজায় রেখেছেন মিস্টার পারফেকশনিস্ট৷ কারণ দেশই তাঁর কাছে সবচেয়ে আগে৷

[সিরিয়ার বিরুদ্ধে ৫৯টি টোমাহক মিসাইল ছুড়ল আমেরিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ