Advertisement
Advertisement

Breaking News

Aamir Kiara Ad

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, বিতর্কের জেরে সরানো হল আমির-কিয়ারার বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার করা হয়েছিল বিজ্ঞাপনটির।

Aamir Khan and Kiara Advani starrer ad withdrawn after receiving flak from netizens | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 15, 2022 2:18 pm
  • Updated:October 15, 2022 2:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছিল আমির খান (Aamir Khan ) ও কিয়ারা আডবাণী (Kiara Advani) অভিনীত বিজ্ঞাপনের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার করা হয়েছিল বিজ্ঞাপনটির। এমনকী বিজ্ঞাপনের জেরে আমির খানকে বয়কটের ডাকও দেওয়া হয়েছিল। চাপের মুখে শেষে বিজ্ঞাপনটি সরিয়ে নিতে বাধ্য হল সংস্থা। 

Aamir Kiara

Advertisement

একটি বেসরকারি ব্যাংকের জন্য এই বিজ্ঞাপনটি করেছিলেন আমির ও কিয়ারা।  বিজ্ঞাপনে দেখা যায়, বউ নয়, বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে আসছে খোদ বর। এতেই আপত্তি নেটিজেনদের একাংশের। তাঁদের অভিযোগ, আমির খান ইচ্ছে করেই এই বিজ্ঞাপন সই করেছেন। তিনি সুযোগ পেলেই হিন্দু রীতিনীতিকে নিয়ে ঠাট্টা করে থাকেন। এই প্রসঙ্গে অনেকে আবার টেনে নিয়ে এসেছেন আমির খানের পিকে ছবিকেও। বেশিরভাগই দাবি, হিজাব বা তালাক নিয়ে কখনই এই ধরনের বিজ্ঞাপন হয় না আর সেখানে আমিরও থাকবেন না। অনেকে ব্যঙ্গ করে বলেছেন, এরপর আমির গলায় মঙ্গলসূত্র পরে ঘুরবেন এবং পরিবর্তনের কথা বলবেন।

Advertisement

[আরও পড়ুন:  প্রেম জমে ক্ষীর? সারার সঙ্গে হোটেলে একান্তে সময় কাটালেন শুভমন গিল, ভিডিও ভাইরাল]

আমির-কিয়ারার এই বিজ্ঞাপনের বিরুদ্ধে মুখ খোলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীও। “বুঝতে পারছি না, ব্যাংকগুলি কবে থেকে সামাজিক এবং ধর্মীয় রীতিনীতি বদলানোর দায় নিয়েছে? যদি সমাজসংস্কার করতে হয়, তবে ব্যাংকিং ব্যবস্থার অভ্যন্তরীণ দুর্নীতিতে বদল আনুক”,  লেখেন তিনি। 

Vivek-Tweet

শোনা গিয়েছে, লাগাতার সমালোচনায় বিদ্ধ বিজ্ঞাপনটি নানা মাধ্যম থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। এই প্রথম নয় এর আগেও এমন ঘটনা ঘটেছে।  লাভ জিহাদে উসকানি দেওয়ার অভিযোগ উঠেছিল এক গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনের বিরুদ্ধে। সমকামী তরুণীদের করবা চৌথ পালনের দৃশ্য দেখিয়ে নেটিজেনদের রোষানলে পড়েছিল আরও একটি সংস্থা। দু’ক্ষেত্রেই বিজ্ঞাপন সরিয়ে ফেলা হয়েছিল। 

[আরও পড়ুন: প্রয়াত হ্যারি পটার-খ্যাত অভিনেতা রবি কোলট্র্যান, দর্শক হারাল প্রিয় শিক্ষক ‘হ্যাগরিড’কে ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ