Advertisement
Advertisement
Aamir Khan

‘অন্যের যৌনতা নিয়ে এত কৌতূহল কীসের?’ টক শোয়ে এসে করণকে একহাত নিলেন আমির

করিনাকে সঙ্গে নিয়ে কফি উইথ করণে হাজির হয়েছিলেন আমির খান।

Aamir Khan, Kareena Kapoor roast Karan Johar | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 2, 2022 1:53 pm
  • Updated:August 2, 2022 1:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কফি উইথ করণ’ মানেই বলিউড তারকাদের নিয়ে বিতর্ককে উসকে দেওয়া। এর সঙ্গে ওর নাম জড়িয়ে করণ জোহর যে কম্মটা করেন, তাতে শোয়ের টিআরপি যেমন চড়চড়িয়ে বাড়ে, তেমনি বলিউডের সেলিব্রিটিরা ক্রমাগত খবরের শিরোনামে আসতে থাকে। ঠিক যেমন, রণবীর- আলিয়া, ভিকি-ক্যাটরিনা। ‘কফি উইথ করণে’ এসে প্রেম উজাড় করার পর এরা সাত পাকে বাঁধা পড়েন। ‘কফি উইথ করণের সিজন ৭’ -এ বার বার একথা বলেই চলেছেন করণ। তবে এবারটা যা ঘটল, তার ফলে করণের একেবারে মুখে কুলুপ! টক শোয়ে এসে আমির খান যে এভাবে এক হাত নেবেন করণকে, তা আন্দাজও করতে পারেননি সঞ্চালক করণ।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সামনেই মুক্তি পেতে চলেছে আমির খান ও করিনা কাপুর অভিনীত ছবি ‘লাল সিং চাড্ডা’। সেই ছবির প্রচারের অংশ হিসেবেই কফি উইথ করণে হাজির হয়েছিলেন জুটি। আর সেখানেই ঘটে গণ্ডগোল। স্বভাবমতো, আমির ও করিনাকেও যৌন ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করে বসেন করণ। আর সুযোগ পেয়ে আমির, করণকে কটাক্ষ করেন।

Advertisement

[আরও পড়ুন: ‘এ ক্ষত সারবে না!’, ইউক্রেনের বাস্তুহারা মানুষের যন্ত্রণা দেখে কেঁদে ভাসালেন প্রিয়াঙ্কা চোপড়া]

করিনাকে ঠিক কী প্রশ্ন করেছিলেন করণ?

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

করিনার দুই সন্তান। তৈমুর আর জে। তা দুই সন্তানের পর করিনার যৌনজীবন ঠিক কেমন? করণের এই প্রশ্ন শুনে প্রথমে কিছুটা থমকে গিয়েছিলেন করিনা। পরে অবশ্য তিনি জানালেন, ‘এই শো আমার মা দেখবে। তাই এসবের জবাব দেব না।’ ঠিক এই সময়ই করণকে সোজা আক্রমণ করলেন আমির। স্পষ্ট তাঁকে বললেন, অন্য লোকের যৌনজীবন নিয়ে তোমার এত আগ্রহ কীসের? তোমার মা তোমাকে কিছু বলে না! আমিরের মুখে এরকম কথা শুনে একেবারে ল্যাজে গোবরে অবস্থা করণের। আমিরকে কী উত্তর দেবেন, তা বুঝতেই পারছিলেন না। শেষমেশ, বিষয় বদলে ব্যাপারটাকে সামলে নিলেন।

করণ নিজেই তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আমির ও করিনার সঙ্গে ‘কফি উইথ করণে’র প্রোমো। এই প্রোমোতেই উঠে এসেছে আমিরেরে এই কীর্তি।

হলিউড ক্লাসিকের রিমেক হলেও আদ্যোপান্ত ভারতের প্রেক্ষাপটে লেখা হয়েছে এই ছবির কাহিনি। ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা এবং তাঁর পট পরিবর্তন ধরা দেবে এই ছবিতে। সূত্রের খবর, ‘লাল সিং চাড্ডা’য় উঠে আসবে ’৯২-এর বাবরি মসজিদ ধ্বংসের কাহিনির পাশাপাশি গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির উত্থানের গল্প। নয়ের দশক থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তিত রূপের আদলেই সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য।

[আরও পড়ুন: প্রায় নগ্ন হয়ে ক্যামেরার সামনে উরফি জাভেদ, রণবীর সিংয়ের সঙ্গে তুলনা টানলেন নেটিজেনরা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ