Advertisement
Advertisement
Abhishek Bachchan

‘সিঙ্গল ফাদার’ অভিষেক বচ্চনই মেয়ের দেখভালে ব্যস্ত! দাম্পত্য কলহ কি চরমে? দেখুন ছবি

ঐশ্বর্যর সঙ্গে সম্পর্ক তলানিতে?

Abhishek Bachchan plays Single father in Remo D'souza's Be Happy
Published by: Sandipta Bhanja
  • Posted:March 20, 2024 5:06 pm
  • Updated:March 20, 2024 7:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে অ্যাপ্রন। চোখে চশমা। যত্নসহকারে ‘মেয়ের’ চুল বেঁধে দিচ্ছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)! স্কুলের জন্য তৈরি করে দিচ্ছেন। ‘সিঙ্গল ফাদার’ হিসেবে পুরোদস্তুর দায়িত্ব পালনে ব্যস্ত দেখা গেল অভিনেতা। সোশাল মিডিয়ায় সম্প্রতি এরকমই একটি ছবি ভাইরাল হয়েছে।

বচ্চন পরিবারে অশান্তির খবর মাসখানেক ধরেই তুঙ্গে। শোনা যাচ্ছে, বউমা ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে নাকি পরিবারে কারও বনিবনা হচ্ছে না! যদিও সম্প্রতি আম্বানিদের প্রাকবিবাহ অনুষ্ঠানে অন্যরকম দৃশ্য দেখা গিয়েছে। সপরিবারে অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের জন্য জামনগরে গিয়েছিলেন বচ্চনরা। তবে অভিষেক-ঐশ্বর্যের বিচ্ছেদের জল্পনা কিন্তু এখনও থামেনি! এসবের মাঝেই দিন কয়েক আগে দিদি শ্বেতা বচ্চনের জন্মদিনে অভিষেকের বিশেষ বার্তা চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছিল। অভিনেতা লিখেছিলেন- “দিদি তুইই আমার জীবনের সব…।” এবার এসবের মাঝেই অভিষেক বচ্চনকে দেখা গেল ‘সিঙ্গল ফাদার’ অবতারে। সত্যিই কি তাঁদের দাম্পত্য কলহ চরমে?

Advertisement

বিষয়টা খানিক খোলসা করেই বলা যাক। এই কন্যাসন্তান কিন্তু অভিষেকের রিয়েল লাইফ মেয়ে নয়, বরং রিল লাইফে। আদতে সিনেমার জন্যই ‘সিঙ্গল ফাদার’ হিসেবে ধরা দিয়েছেন অভিনেতা। যে বাবা মেয়ের স্বপ্নপূরণের জন্য দিনরাত এক করে খেটে চলেছেন, এমনই এক গল্প বলবে তাঁর নতুন ছবি। যার নাম বি হ্যাপি। আমাজন প্রাইম ভিডিওর তরফে ঘোষণা করা একগুচ্ছ প্রজেক্টের মধ্যে এটি অন্যতম।

[আরও পড়ুন: ‘নগ্ন হয়ে ছবি তোলে, ও কি শক্তিমান হবে?’, রণবীর সিংকে ভয়ংকর কটাক্ষ মুকেশ খান্নার]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by prime video IN (@primevideoin)

প্রসঙ্গত, একগুচ্ছ সিনেমা, ওয়েব সিরিজ নিয়ে আসছে আমাজন প্রাইম। কিছু নতুন, কিছু পুরনো। আর তাতেই রয়েছে চমক। কারণ একদিকে যেমন আমাজনের প্যান্ডোরা বক্সে ‘মির্জাপুর’, ‘পঞ্চায়েত’, ‘পাতাল লোক’-এর মতো সিরিজের সিক্যুয়েল আসছে, তেমন নতুন বেশ কিছু সিনেমাও থাকছে সেই তালিকায়।

এদিকে, অভিষেক-ঐশ্বর্যর ১৬ বছরের বিবাহিত সম্পর্কে ভাঙন নিয়ে কম জলঘোলা হচ্ছে না। সর্বত্র কান পাতলেই শোনা যাচ্ছে, ঐশ্বর্যর সঙ্গে তাঁর শাশুড়ি ও ননদের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকে। তার জেরেই দাম্পত্য সম্পর্ক উষ্ণতা হারিয়েছে। শোনা যায়, শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে উঠেছিলেন ঐশ্বর্য। যদিও বচ্চনরা সেসব গুঞ্জন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।

[আরও পড়ুন: প্রকাশ্যেই স্ত্রীর প্যান্ট নামিয়ে নিতম্বে হাত! শালীনতার সীমা ছাড়ালেন তারকা, ভাইরাল ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement