সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩ জুন মুক্তি পাবে নতুন ছবি ‘পৃথ্বীরাজ’। তার প্রচারেই নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। এর মাঝেই আবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংয়ের টুইট দেখে সেখানকার অঙ্গনওয়াড়ির (Anganwadi) শিশুদের পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার (Akshay Kumar)। অঙ্গনওয়াড়ির শিশুদের জন্য ১ কোটি টাকা দান করছেন বলিউডের খিলাড়ি। পাশাপাশি ৫০ দুস্থ শিশুকে দত্তকও নিচ্ছেন তিনি।
অক্ষয়ের এই দানের কথা ঘোষণা করেন খোদ শিবরাজ চৌহান। কিছুদিন আগেই টুইটারে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অঙ্গনওয়াড়ির শিশুদের উন্নয়নের স্বার্থে অর্থ প্রয়োজন। সেই অর্থ সংগ্রহের জন্য রাস্তায় হাঁটবেন তিনি। শিবরাজের সেই টুইটের প্রতিক্রিয়া দিতে গিয়ে অক্ষয় কুমার জানান, তিনি এই দুস্থ এবং অসহায় শিশুদের জন্য কিছু করতে চান।
.@ChouhanShivraj सर मुझे बहुत ख़ुशी होगी अगर मैं किसी तरह आंगनवाड़ी के बच्चों के लिए कुछ कर सकूँ। It’s a wonderful cause and I wish more power to you. https://t.co/khBc64VNVY
— Akshay Kumar (@akshaykumar) May 24, 2022
[আরও পড়ুন: পুলিশ দেখল গুলিতে খুন পল্লবী! অভিনেত্রীর রহস্যমৃত্যুর তদন্তে স্টুডিওপাড়ায় জিজ্ঞাসাবাদ]
এরপর আবার ভিডিও শেয়ার করে শিবরাজ সিং জানান, মধ্যপ্রদেশের অঙ্গনওয়াড়ির শিশুদের জন্য ১ কোটি টাকা দান করার আশ্বাস দিয়েছেন অক্ষয়। পাশাপাশি অঙ্গনওয়াড়ির ৫০ জন দুস্থ শিশুকে দত্তক নিচ্ছেন তিনি। এই সাহায্যের জন্য অক্ষয়কে ধন্যবাদ জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর টুইটের জবাবে হাত জোড় করা ইমোজি টুইট করেন অক্ষয়।
अभिनेता श्री @akshaykumar जी ने आंगनवाड़ी के इस अभियान के लिए एक करोड़ रुपया देने और 50 आंगनवाड़ियों को गोद लेने का संकल्प व्यक्त किया है।
मैं उनके इस निर्णय के लिए मध्यप्रदेश की ओर से आभार व्यक्त करता हूं। #MamaKiAaganwadi https://t.co/V3KQDCzCnz pic.twitter.com/xEEBEocUfu
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) May 24, 2022
উল্লেখ্য, ‘পৃথ্বীরাজ’ ছবিতে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় অভিনয় করছেন অক্ষয়। তাঁর বিপরীতে সংযুক্তার ভূমিকায় অভিনয় করছেন মানুষী চিল্লার। ৩ জুন ছবির মুক্তির আগেই পয়লা জুন ছবির বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জন্য।