Advertisement
Advertisement

Breaking News

Akshay Kumar

হাতে ডমরু, মাথায় জটা, মহাদেব সেজে ছবি পোস্ট অক্ষয়েরও! ব্যাপারটা কী?

হিটের মুখ দেখতে না পেয়ে রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছেন অক্ষয়।

Akshay Kumar Shares relsase date of oh my god 2 movie| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 9, 2023 10:23 am
  • Updated:June 9, 2023 10:23 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিলেন কৃষ্ণ, হয়ে গেলেন শিব! মাথায় জটা, হাতে ডমরু নিয়ে নতুন অবতারে বলিউডের খিলাড়ি কুমার অক্ষয়। শুক্রবার সকাল সকালই সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন অক্ষয়। সব গুঞ্জনকে উড়িয়ে আক্কি বাবু জানিয়ে দিলেন, আগস্ট মাসেই আসছে ও মাই গড ২। আর নতুন ছবিতে তিনি ধরা দিচ্ছেন একেবারে নতুন অবতারে থুড়ি মহাদেবের বেশে।

একের পর এক ছবি ফ্লপ। ‘বেলবটম’, ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’ ও হালফিলের ‘রক্ষা বন্ধন’। হিট যেন চোখেই দেখছেন না অক্ষয় কুমার। অক্ষয়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ। তাই এবার অক্ষয়ের পুরো আশা ‘ও মাই গড টু’ ছবি ঘিরেই।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

Advertisement

অন্যদিকে, মাইনিং ইঞ্জিনিয়ার জসওয়ান্ত সিং গিলের জীবনের উপর নির্ভর করে তৈরি হওয়া আরেকটি ছবির শুটিং করছেন অক্ষয়। ১৯৮৯ সালে এক কয়লাখনিতে আটকে থাকা ৬৫ জন শ্রমিকদের উদ্ধারকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ২০১৯ সালে তিনি প্রয়াত হন।

[আরও পড়ুন: ‘চুমু-বিতর্ক’কে বুড়ো আঙুল! তিরুপতি-দর্শনে মনে বল পেলেন ‘সীতা’ কৃতী স্যানন]

প্রসঙ্গত, বক্স অফিসে তেমন আর চলছে না অক্ষয় ম্যাজিক। একের পর এক ছবি ফ্লপ। ‘বেল বটম’ থেকে ‘বচ্চন পাণ্ডে’, কিংবা হালফিলের ‘পৃথ্বীরাজ’। হিটের মুখ থেকে রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছেন অক্ষয়। আর তার উপর অক্ষয়ের উপর নিন্দুকদের অভিযোগ, তিনি ছবিতে অভিনয় করলেও, শুধুই গেরুয়া রাজনীতির জয়জয়কার করেন। এমনকী, বলিউডের কানাঘুষোয় শোনা যায়, অক্ষয় নাকি রাজনীতিতে পা দিতেও প্রস্তুত!

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে অক্ষয়ের কাছে এ বিষয়ে প্রশ্ন রাখা হলে অক্ষয় স্পষ্ট জানান, আপাতত, ‘রাজনীতিতে নয়। অভিনয় নিয়ে ভালই আছি।’

অক্ষয়ের কথায়, ‘আমি আমার সিনেমার কেরিয়ার নিয়ে দিব্যি আছি। সিনেমার মধ্যে দিয়েই সামাজিক বিষয়গুলোকে সামনে আনতে চাই। ১৫০ টি ছবিও প্রযোজনা করেছি। আসন্ন রক্ষাবন্ধন ছবি আমার খুব মনের কাছের। তাই আপাতত সিনেমায় অভিনয় ও সিনেমা তৈরি নিয়েই থাকতে চাই। রাজনীতি নিয়ে ভাবার সময় নেই!’

[আরও পড়ুন: ফের একবার ‘মসিহা’ সোনু সুদ, করমণ্ডল দুর্ঘটনাগ্রস্তদের জন্য খুললেন হেল্পলাইন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ