BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

প্রিয়াঙ্কা-দীপিকার পর মেট গালায় আলিয়া, প্রথমবার রেড কার্পেটে কেমন পোশাকে সাজবেন?

Published by: Suparna Majumder |    Posted: April 12, 2023 4:23 pm|    Updated: April 12, 2023 4:23 pm

Alia Bhatt will make her Met Gala debut | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ার ও ব্যক্তিগত জীবন, দুই ক্ষেত্রেই বেশ ভাল সময় যাচ্ছে আলিয়া ভাটের (Alia Bhatt)। ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ থেকে একের পর এক সিনেমা হিট। বিয়ে করছেন। মেয়ে রাহাকে পেয়েছেন। এবার কেরিয়ারের আরও একটি ধাপ পেরোতে চলেছেন অভিনেত্রী। চলতি বছরে তাঁকে দেখা যাবে মেট গালার (Met Gala) রেড কার্পেটে।

Alia Bhatt

নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া মেট গালায় হেঁটে নজর কেড়েছিলেন। আর সেখানেই তাঁর ও নিক জোনাসের প্রেম শুরু হয়েছিল।

MET-Gala

[আরও পড়ুন: ‘স্টার বলেই কাঠগড়ায় তোলা যাবে না’, সাংবাদিক নিগ্রহের মামলায় রেহাই পেলেন সলমন]

প্রিয়াঙ্কার পর মেট গালায় নজর কাড়েন দীপিকা পাড়ুকোন। এবার আলিয়া ভাটের পালা। ‘হার্ট অফ স্টোন’ সিনেমার মাধ্যমে হলিউডে ডেবিউ করছেন আলিয়া। সেই সুবাদেই মেট গালার রেড কার্পেটে হাঁটবেন বলিউড অভিনেত্রী।

Gal Alia

পয়লা মে থেকে শুরু হবে মেট গালার এই আসর। এবারের থিম কিংবদন্তি জার্মান ফ্যাশন ডিজাইনার কার্ল ল্যাগারফেল্ডের ফ্যাশন। আর তাতে নেপালি বংশোদ্ভূত প্রবাসী ডিজাইনার প্রবাল গুরুংয়ের পোশাক পরে হাঁটবেন আলিয়া।

[আরও পড়ুন: একটাও ছবি মুক্তি পায়নি, অথচ নামী প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর! সমালোচিত সুহানা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে