Advertisement
Advertisement
Anil Kapoor

১০ বছর ধরে লড়ছেন কঠিন রোগের সঙ্গে! এতদিনে জানালেন অনিল কাপুর

কোন রোগ বাসা বেঁধেছে অভিনেতার শরীরে?

Bengali news of Anil Kapoor: Bollywood actor shares his 10-year struggle with Achilles’ tendon | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 18, 2020 2:31 pm
  • Updated:October 18, 2020 2:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ৬৩ বছর বয়সেও তাঁর ফিটনেস বলিউডের অনেকের হিংসের কারণ। এখনও নায়ক হিসেবে ক্যামেরার সামনে দিব্যি মানিয়ে যায় তাঁর চেহারা। কিন্তু বাইরে থেকে আপাতদৃষ্টিতে এই হিট আর ফিট মানুষটাকে যতটা প্রাণচঞ্চল মনে হয়, তাঁর ভিতরে লুকিয়ে রয়েছে ততটাই কঠিন সংগ্রাম। সেই সংগ্রামের কাহিনিই এতদিনে জানালেন বলিউডের ‘মিস্টার ইন্ডিয়া’ অনিল কাপুর (Anil Kapoor)। জানালেন কীভাবে কঠিন রোগের সঙ্গে রোজ লড়াই করে চলেছেন।

নিয়মিত শরীরচর্চা করেন অনিল কাপুর। করোনা (CoronaVirus) কালেও মুম্বইয়ের পার্কে নিয়মিত হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। স্কিপিংও করেন রোজ। একদিনও বাদ দেন না নিজের এই শরীরচর্চার অভ্যাস। কেন এই নিষ্ঠা এতদিনে জানালেন অভিনেতা। ইনস্টাগ্রাম পোস্ট মারফত জানিলেন, অ্যাকিলিস টেন্ডন (Achilles’ tendon) নামের কঠিন রোগ বাসা বেঁধেছে তাঁর শরীরে। আর এই রোগের সঙ্গে গত ১০ বছর ধরে লড়াই করে যাচ্ছেন বলিউডের তারকা।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

I had been suffering from a Achilles’ tendon issue for over 10 years…. Doctors around the world had told me that surgery was my only option…Dr Muller, through a series of rejuvenating treatments took me from limping to walking to running to finally skipping…without any surgery…

A post shared by anilskapoor (@anilskapoor) on

[আরও পড়ুন: অনুরাগ কাণ্ডে এবার জড়াল ইরফান পাঠানের নাম, টুইটারে চাঞ্চল্যকর দাবি পায়েল ঘোষের]

কী এই অ্যাকিলিস টেন্ডন? এই রোগ সাধারণত দৌড়বিদদের হয়ে থাকে। যাতে পায়ের গোড়ালির উপরের অংশের টিস্যু ক্ষয় হতে থাকে। রোগের প্রভাবে মানুষ হাঁটা-চলার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলতে পারেন। সাধারণত পুরুষদের এই রোগ বেশি হয়। এতে এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে যায় না। রোগের পরিস্থিতি বুঝে আবার অস্ত্রোপচারের পরামর্শও দেন চিকিৎসকরা। অনিল জানান, তাঁকেও চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি দক্ষ চিকিৎসক মুলারের পরামর্শে শরীরচর্চার মাধ্যমে নিজেকে চলাফেরার মতো সক্ষম রেখেছেন।  

[আরও পড়ুন: নিজের বায়োপিকে নায়ক হিসেবে কাকে দেখতে চান? জানিয়েই দিলেন ‘মসিহা’ সোনু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement