Advertisement
Advertisement

টলিউডের পর এবার বলিউডে পা, বিশাল ভরদ্বাজের ছবিতে বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধন

বিশাল ভরদ্বাজের ছবি নিয়ে কী বললেন আজমেরি?

Azmeri Haque Badhon to star in Vishal Bhardwaj’s Khufiya | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 16, 2021 9:05 pm
  • Updated:October 16, 2021 9:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে টলিউডে আগেই পা রেখে ফেলেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধন। সৃজিতের তৈরি সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে অভিনয় করে এপার বাংলার দর্শকদের প্রশংসাও পেয়েছেন বাঁধন। আর এবার বলিউডে পাড়ি জমালেন আজমেরি। বলিউডের খ্যাতনামা পরিচালক বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ ছবিতে এবার দেখা যাবে আজমেরি হক বাঁধনকে।

সম্প্রতি বিশাল ভরদ্বাজ ইনস্টাগ্রামে আজমেরির সঙ্গে আপলোড করেছেন একটি ছবি। যেখানে বিশাল বাঁধনের উদ্দেশ্যে লিখেছেন, ‘বাংলাদেশের এই সুন্দরী অভিনেত্রীকে এবার আমার ছবিতে পেলাম!’

Advertisement

জানা গিয়েছে, বিশাল ভরদ্বাজের এই ছবিতে বাঁধনের পাশাপাশি দেখা যাবে তাব্বু, আলি ফজল, আশিস বিদ্যার্থীর মতো অভিনেতাদের।

[আরও পড়ুন: ‘আসছে বছর আবার বিয়ে হবে?’ ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ফের ট্রোলড নুসরত জাহান]

Azmeri

বাংলাদেশের সিনেমা জগতের এক উজ্জ্বল তারকা আজমেরি। কয়েক মাস আগেই তাঁর অভিনীত ছবি ‘রেহানা মারিয়াম নূর’ কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয়। এই ছবিই প্রথম বাংলাদেশের ছবি যা স্থান পেয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। ফ্রান্সে এই উৎসবের রেড কার্পেটে জামদানি শাড়ি পরে নজর কেড়েছিলেন বাঁধন। সৃজিতের সিরিজে মুসকান জুভেরির চরিত্রে অভিনয় করেও তাক লাগিয়ে ছিলেন বাঁধন। আর এবার বলিউডের ছবিতেও যে তিনি চমক দেবেন তা বলাই বাহুল্য।

বিশালের ছবি নিয়ে বলতে গিয়ে আজমেরি তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লিখলেন, ‘বিশাল ভরদ্বাজের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে সত্যিই ভাল লাগছে। খুবই মাটির মানুষ তিনি। এই ছবির পুরো টিমটাই অসাধারণ। ‘

[আরও পড়ুন: ‘আসছে বছর আবার বিয়ে হবে?’ ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ফের ট্রোলড নুসরত জাহান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement