BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

চেঙ্গিজের পর আসছে ‘বস ৩’, নতুন ছবিতে জিতের নায়িকা কে?

Published by: Akash Misra |    Posted: June 7, 2023 2:52 pm|    Updated: June 7, 2023 2:52 pm

Bengali Actor Jeet planning for Boss 3 movie| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের মোস্ট হ্য়ান্ডসাম হিরো। একেবারে রাজার মতো চেহারা। সিনেমার পর্দায় এলে হইচই পড়ে যায় প্রেক্ষাগৃহে। বক্স অফিসকে রাখেন হাতের মুঠোয়। এই তো সম্প্রতি ‘চেঙ্গিজ’ অবতারে এসে গোটা দেশের বক্স অফিসে নিজের আধিপত্য ছড়িয়ে দিলেন। ভাবছেন কার কথা হচ্ছে? হ্যাঁ, আর কেউ নয়, সে টলিউডের বস! আর সেই ‘বস’ এবার আসছেন একেবারে নতুন রূপে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। টলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে নতুন খবর। জিৎ নাকি ফের বস নিয়ে আসছেন। হ্যাঁ, ‘বস ২’ ছবির পর নাকি এবার আসতে চলেছে ‘বস ৩’।

[আরও পড়ুন: বিয়ে না করেও দু’বার অন্তঃসত্ত্বা! ‘যুবপ্রজন্মকে নষ্ট করছেন’, কটাক্ষ অর্জুনের প্রেমিকাকে]

২০১৩ সালে মুক্তি প্রায় শুভশ্রী ও জিতের বস ছবি। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল এই ছবি। এরপর ২০১৭ সালে মুক্তি পায় ‘বস ২’। সেই ছবিতেও জুটি বেঁধেছিলেন জিৎ ও শুভশ্রী। তবে এই ছবিতে দেখা গিয়েছিল ইন্দ্রনীল সেনগুপ্ত, নুসরত ফারিয়াকে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শুরু হবে ‘বস ৩’ ছবির কাজ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeet (@jeet30)

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘বস ৩’ ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন বাবা যাদব। এই ছবিতে জিতের সঙ্গে দেখা যেতে পারে নতুন মুখকে। আপাতত, ‘বস ৩’ ছবির চিত্রনাট্য নিয়েই নাকি নানা বৈঠকে বসছেন জিৎ ও তাঁর টিম।

[আরও পড়ুন: ‘ঘোর সংসারি’ ক্যাটরিনা! ‘পাই-পয়সা হিসেব নেন পরিচারকদের থেকে’, ফাঁস করলেন ভিকি]

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে