১৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৩১ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

ভোজপুরী অভিনেত্রীর রহস্যমৃত্যু, বারাণসীর হোটেলে উদ্ধার ঝুলন্ত দেহ

Published by: Suparna Majumder |    Posted: March 26, 2023 2:21 pm|    Updated: March 28, 2023 4:34 pm

Bhojpuri actress Akanksha Dubey found dead at a hotel in Varanasi | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারাণসীর হোটেলের ঘরে উদ্ধার ভোজপুরী অভিনেত্রীর ঝুলন্ত দেহ। মৃত অভিনেত্রীর নাম আকাঙ্ক্ষা দুবে (Akanksha Dubey)। জানা গিয়েছে, শুটিং করতে বারাণসীতে গিয়েছিলেন তিনি। তার ফাঁকেই হোটেলের ঘরে যান। পরে ঘরের ভিতর অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

Akanksha-Dubey-1

মাত্র ২৫ বছর বয়স আকাঙ্ক্ষার। অল্প বয়সেই ভোজপুরী বিনোদন জগতে কেরিয়ার শুরু করেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী। ঘটনাচক্রে রবিবার সকালে অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে, আর এদিনই তাঁর নতুন মিউজিক ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে অভিনেত্রী ভোজপুরী ‘পাওয়ার স্টার’ পবন সিংয়ের সঙ্গে কাজ করেছেন।

[আরও পড়ুন: নষ্ট হচ্ছে ইমেজ! প্রাক্তন স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা নওয়াজের]

আচমকা অভিনেত্রীর এমন মৃত্যুর খবরে শোকস্তব্ধ তাঁর অনুরাগীরা। দাবি করা হচ্ছে, অভিনেত্রী আত্মহত্যা করেছেন। এদিকে মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও আকাঙ্ক্ষা একটি বেলি ডান্সের ভিডিও আপলোড করেছেন। তাহলে আচমকা এমন সিদ্ধান্ত কেমন করে নিতে পারেন? এমনই প্রশ্ন উঠছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@akankshadubey_official)

খবর পেয়েই বারাণসীর হোটেলে পৌঁছয় পুলিশ। আকাঙ্ক্ষা দুবের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@akankshadubey_official)

[আরও পড়ুন: প্রবল রক্তপাত নিয়েই শুটিং, দিতে হয় গর্ভপাতের প্রমাণ! অতীত নিয়ে বিস্ফোরক স্মৃতি ইরানি]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে