সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির ময়দানের সঙ্গে সেলেবদের যোগাযোগ নতুন কিছু নয়৷ উর্মিলা মাতণ্ডকর, হেমা মালিনী, শত্রুঘ্ন সিনহা – কে নেই সেই তালিকায়? বিবেক ওবেরয়ও নাকি কোনও রাজনৈতিক দলে যোগ দিতে পারেন, ভোটের আগে মাথাচাড়া দিয়েছিল সেই জল্পনা৷ ইন্ধন জুগিয়েছিল তাঁর সাম্প্রতিক কাজ – ‘পিএম নরেন্দ্র মোদি’তে অভিনয়৷ সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেয়ে প্রথম দফার নির্বাচনের দিনই মুক্তি পাবে ‘পিএম নরেন্দ্র মোদি’৷ তাতেই স্বস্তিতে গোটা টিম৷ খোশমেজাজে রাজনীতির যোগদানের কানাঘুষোকেই মিথ্যা বলে দাবি করলেন সেলুলয়েডের প্রধানমন্ত্রী৷ কেরিয়ারের দ্বিতীয় ইনিংস হিসাবে আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়ে দিলেন বিবেক৷
[ আরও পড়ুন: ‘বোন বললে ভোটে লড়ব’, নির্বাচনের মুখে বার্তা সঞ্জয় দত্তের]
নির্বাচনী উত্তাপে ফুটছে গোটা দেশ৷ এই আবহে মুক্তি পাচ্ছে ‘পিএম নরেন্দ্র মোদি’৷ বহুচর্চিত সেই ছবির নাম চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয়৷ সিনেমা নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনই সমানভাবে আলোচ্য বিবেক ওবেরয়৷ নির্বাচনে লড়ার প্রসঙ্গ নিয়ে বারবার নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে অভিনেতাকে৷ জল্পনা তৈরি হয়েছিল হয় তো রাজনীতির ময়দানে দেখা যাবে তাঁকে৷ তবে সেই জল্পনা ওড়ালেন বিবেক৷ তিনি বলেন, ‘‘নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক দল থেকে ভোটে লড়ার প্রস্তাব পেয়েছি৷ কিন্তু আমি প্রস্তাব প্রত্যাখ্যান করেছি৷ কারণ, এই মুহূর্তে আমি ভাল করে অভিনয় করতে চাই৷ সমাজের জন্য কাজ করতে চাই৷ তবে রাজনৈতিক দলের মাধ্যমে একেবারেই নয়৷’’ অভিনেতা এও বলেন, ‘‘পর্দায় প্রধানমন্ত্রী হিসাবে কাজ করছি, কেন সাংসদ হওয়ার জন্য লড়ব?’’
[ আরও পড়ুন: হিন্দুত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য, উর্মিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা বিজেপির]
ছবির মাধ্যমেই নাকি মোদির প্রচার করতে চাইছে টিম ‘পিএম নরেন্দ্র মোদি’, এই অভিযোগে বিরোধীরা বারবারই সুর চড়িয়েছে৷ নিন্দুকদের সেই সমালোচনারও জবাব দেন সেলুলয়েডের প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘দেওয়ালি, ইদ কিংবা ক্রিসমাসের সময় ছবি মুক্তি পেলে কেউ কোনও প্রশ্ন করেন না৷ নির্বাচনও গণতন্ত্রের উৎসব৷ পাঁচ বছর অন্তর আসে৷ তাই আমার মনে হয়, ভোটের সময় ছবি মুক্তির সিদ্ধান্তে কোনও ভুল নেই৷’’ কংগ্রেসের বিরোধিতায় ‘পিএম নরেন্দ্র মোদি’র মুক্তি নিয়ে তৈরি হয়েছিল জটিলতা৷ কিন্তু সোমবারের শুনানিতে সেই দাবি খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত৷ জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত সূচি মেনে প্রথম দফা লোকসভা নির্বাচনের দিন আগামী ১১ এপ্রিলই মুক্তি পাবে সেলুলয়েডের মোদি৷ ভোটের আবহে এই ছবি দর্শকদের প্রশংসা কুড়োয় নাকি সমালোচনার শিকার হয়, সেটাই এখন দেখার৷
Supreme Court dismisses a plea seeking stay on release of Vivek Oberoi starrer biopic ‘PM Narendra Modi’. The Bench says the film has not yet been issued the certificate by Censor Board. Court says it is to be decided by the EC whether the movie can violate Model Code of Conduct. pic.twitter.com/UA2pU90wfz
— ANI (@ANI) April 9, 2019
With all your blessings, support and love,today we have won in the Honorable Supreme Court! A humble thank you to all of you and to the Indian juidiciary 🙏 for upholding our faith in democracy! Thursday 11th April. Jai Hind🇮🇳 🇮🇳 #PMNarendraModiWins https://t.co/fJLlgyslHQ
— Vivek Anand Oberoi (@vivekoberoi) April 9, 2019