Advertisement
Advertisement

Breaking News

Soumitra Chatterjee

ICU-তে স্থানান্তরিত করা হয়েছে করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়কে, শুরু প্লাজমা থেরাপি

উদ্বেগ এখনও কাটেনি।

Bangla News of Soumitra Chatterjee: COVID-19 positive veteran Bengali Actor shifted to ICU, Gets Plasma Therapy | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 11, 2020 10:10 am
  • Updated:October 11, 2020 10:10 am

গৌতম ব্রহ্ম: চিকিৎসায় সাড়া দিচ্ছেন করোনা (CoronaVirus) আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। কিন্তু ৮৫ বছরের কিংবদন্তি অভিনেতার বেশ কিছু শারীরিক জটিলতা রয়েছে। সেই কারণে তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (ICU) স্থানান্তরিত করা হয়েছে। দক্ষ চিকিৎসকদের তত্ত্বাবধানে শুরু হয়েছে প্লাজমা থেরাপি (Plasma Therapy)।

৬ আগস্ট, মঙ্গলবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা (COVID-19) আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। মধ্য কলকাতার বেলভিউ ক্লিনিকে ভরতি করা হয় প্রবাদপ্রতীম শিল্পীকে। বৃহস্পতিবার পর্যন্ত জানা গিয়েছিল, ভাল আছেন তিনি। নতুন করে আর জ্বর আসেনি। শুক্রবার আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ার খবর মেলে। ইনটেন্সিভ থেরাপি ইউনিটে (ITU) রাখা হয় তাঁকে। ১২ সদস্যের চিকিৎসকদের একটি দল গঠন করা হয়। শনিবার জানা যায় অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। রক্তচাপও স্বাভাবিক। তবে সৌমিত্রবাবুর কো-মর্বিডিটি চিন্তায় রাখছে চিকিৎসকদের। শনিবার অভিনেতার কন্যা পৌলমী বসু (Poulami Bose) জানান, কোভিড এনসেফালোপ্যাথি (Covid Encephalopathy) রয়েছে তাঁর বাবার। এর ফলে আচ্ছন্নভাব থাকে।

Advertisement

[আরও পড়ুন: জন্মদিনের শুরুটা কীভাবে কাটালেন অমিতাভ বচ্চন? জানালেন ছবি শেয়ার করে]

হাসপাতাল সূত্রে খবর, বর্ষীয়ান অভিনেতার কোভিড এনসেফালোপ্যাথি ‘অ্যাকিউট কনফিউশনাল’ পর্যায়ে রয়েছে। যা আরও গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। এর জন্য অভিনেতার শরীরের বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্লাজমা থেরাপির জন্য দক্ষ চিকিৎসকদের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলে রয়েছেন SSKM-এর সার্জারি বিভাগের প্রধান ডা. মাখনলাল শাহ (Dr Makhanlal Shah) এবং রাজ্যের প্লাজমা থেরাপির অন্যতম সেরা চিকিৎসক ডা. যোগীরাজ রায় (Dr Yogiraj Ray)। শনিবার সোশ্যাল মিডিয়ায় পৌলমী বসু জানিয়েছিলেন, তাঁর বাবার সমস্ত রকমের খেয়াল রাখা হচ্ছে। PSA কাউন্ট হাই রয়েছে। কো-মর্বিডিটিরও (Co-Morbidities) আগের থেকে অবনতি হয়নি।  টলিউডের পাশাপাশি কিংবদন্তি অভিনেতার সুস্থ কামনা করছেন তাঁর অনুরাগীরাও।

Advertisement

[আরও পড়ুন: ট্রেলার মুক্তির পরই শুরু বিতর্ক, অক্ষয় অভিনীত ‘লক্ষ্মী বম্ব’ বয়কটের ডাক নেটদুনিয়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ