Advertisement
Advertisement
SRK Deepika

শাহরুখকে জাপটে ধরে চুমু দীপিকার, হিংসায় জ্বলেপুড়ে কী বললেন রণবীর?

পার্টিতে কিং 'জওয়ান'-এর সঙ্গে একান্ত মুহূর্ত দীপিকার।

Deepika Padukone plants kiss on SRK’s cheek, husband Ranveer Singh reacts | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 16, 2023 7:18 pm
  • Updated:September 16, 2023 7:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জওয়ান’ (Jawan) -এর গগনচুম্বী সাফল্যের জন্য শুক্রবার মুম্বইয়ের যশ রাজ স্টুডিওতে আয়োজিত পার্টিতে নতুন লুকে বাজিমাত করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। বাদশার হেয়ারস্টাইল, পোশাকের উর্ধ্বে গিয়েও নজর কেড়েছে তাঁর ‘ক্যারিশ্মেটিক নেচার’। মঞ্চে যখন শাহরুখের হাতে মাইক, তখন দর্শকাসনে বসে থাকা সকলে মন্ত্রমুগ্ধের মতো ‘হা’ করে তাকিয়ে থেকেছেন বাদশার দিকে। আর সেই অনুষ্ঠানেই কিং খানের সঙ্গে একান্ত মুহূর্ত কাটাতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)।

এদিনের অনুষ্ঠানে (Jawan Success Meet) কিং খান তাঁর ‘লাকিচার্ম’ দীপিকার উদ্দেশে বলেন, “আমরা আসলে দীপিকাকে বোকা বানিয়ে একটা গোটা ছবি শুট করে ফেলেছি।” হায়দরাবাদে যখন ‘প্রজেক্ট কে’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন দীপিকা, ঠিক সেইসময়েই ‘জওয়ান’-এ ক্যামিওর চরিত্রের প্রস্তাব যায় অভিনেত্রীর কাছে। তৎক্ষণাৎ বন্ধু কিং খানের জন্য রাজি হয়ে যান দীপিকা। সেকথা শুক্রবার ফাঁস করেছেন তিনি।

Advertisement

শুধু তাই নয়! সেই অনুষ্ঠানেই শাহরুখকে জাপটে ধরে তাঁর গালে চুমু এঁকে দিয়েছেন দীপিকা। সেই ছবি নিজেই শেয়ার করেছিলেন ‘বলিউড মাস্তানি’। শাহরুখ-দীপিকার এমন ছবি দেখে শুক্রবার রাতে অনুরাগীদের রাতের ঘুম উড়ে গিয়েছিল! দুই তারকার আদুরে ছবি দেখে সোশাল মিডিয়ায় ভক্তদের উন্মাদনাও চোখে পড়ার মতো। কিং খানের গালে দীপিকার চুমুর ছবি দেখে অনেকেই রণবীর সিংয়ের (Ranveer Singh) প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন কমেন্ট বক্সে। তাঁদের প্রশ্ন, স্বামী রণবীরের নিশ্চয় খুব হিংসে হয়েছে?

[আরও পড়ুন: এবার বক্স অফিসে ‘করণ-অর্জুনে’র ‘খেলা হবে’! আসছে ‘টাইগার ভার্সেস পাঠান’, কবে শুটিং?]

অনুরাগীদের এত কৌতূহল দেখে বেশিক্ষণ অপেক্ষা করাননি রণবীর সিং। স্ত্রী দীপিকার ছবিতে ‘জওয়ান’ ছবির সুপারহিট ‘ছলেয়া’ গানের লাইন ধার করে প্রেম জাহির করলেন। এদিনের অনুষ্ঠানে সাদা শিফন শাড়িতে গ্ল্যামারাস দীপিকা পাড়ুকোনও নজর কেড়েছেন শাহরুখের পাশাপাশি।

শাহরুখ খান (Shah Rukh Khan) যেন অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছেন। নিজের সর্বকালীন সেরার রেকর্ড ভেঙে নিজেই খানখান করে নতুন মাইলস্টোন গড়েছেন বাদশা। লক্ষ্মীর কৃপায় মাত্র ৮ দিনেই বক্স অফিসের ক্যাশবাক্স উপচে পড়েছে। হাজার কোটির ক্লাবে ঢোকা এখন মাত্র সময়ের অপেক্ষা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

[আরও পড়ুন: শাহরুখের ‘জবরা ফ্যান’, ভেন্টিলেটর নিয়েই ‘জওয়ান’ দেখতে হলে ছুটলেন যুবক, দেখুন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement