Advertisement
Advertisement
Sujoy Ghosh

বড়পর্দায় ফিরছে রবি ঠাকুরের ‘কাবুলিওয়ালা’র নস্ট্যালজিয়া, পরিচালনায় কে জানেন?

মনে আছে ছোট্ট মিনি আর রহমতের কাহিনি?

Bangla News of Director Sujoy Ghosh, who will recreate Rabindranath Tagore’s Kabuliwala magic in Big Screen | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 24, 2020 10:21 pm
  • Updated:November 24, 2020 10:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “খোখী, তোমি সসুরবাড়ি কখুনু যাবে না!” ছোট্ট মিনিকে খেলার ছলে বলেছিল তার ‘কাবুলিওয়ালা’। অসম বয়সের দুই মানুষের বন্ধুত্বের কাহিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কলমের ছোঁয়ায় যেন প্রাণ পেয়েছিল। ছোট্ট এই কাহিনিকেই পাঁচের দশকে সিনেমার পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক তপন সিনহা (Tapan Sinha)। কাবুলিওয়ার চরিত্রে ছবি বিশ্বাসের (Chhabi Biswas) অভিনয় আজও সিনেপ্রেমী বাঙালি দর্শকের মনে রয়ে গিয়েছে। ছোট্ট মিনির চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী টিঙ্কু। “কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা” ডাকের মিষ্টত্ব আবারও ফিরতে চলেছে সিনেমার পর্দায়। এবার সুজয় ঘোষের (Sujoy Ghosh) পরিচালনায়।

জানা গিয়েছে, কবিগুরুর ছোট গল্প অবলম্বনেই নিজের ছবির চিত্রনাট্য লিখবেন সুজয়। ছবিতে পরিচালনার পাশাপাশি যৌথভাবে প্রযোজনাও করবেন তিনি। গল্পটি লেখা হবে বিদেশের (UK) প্রেক্ষাপটে। এছাড়াও মিরাজ (MIRAJ) ও AVMA  সংস্থার সঙ্গে জুটি বেধে একাধিক প্রজেক্ট তৈরি করবেন সুজয়। ‘উমা’ নামের আরেকটি ছবি তৈরি করা হবে। যার পরিচালনার দায়িত্বে থাকবেন নবাগত তথাগত সিংহ। সেই ছবির ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে থাকছেন সুজয়। সব ঠিক থাকলে আগামী বছরই দু’টি ছবির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: কঙ্গনার গ্রেপ্তারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ বম্বে হাই কোর্টের, হাজিরা দিতে হবে থানায়]

‘কাবুলিওয়ালা’ গল্প নিয়ে সিনেমা তৈরি প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুজয় ঘোষ জানান, দু’টি ছবি নিয়েই উচ্ছ্বসিত তিনি। তবে বাঙালি হিসেবে ‘কাবুলিওয়ালা’ একটু নয় অনেকটাই বেশি কাছের পরিচালক-প্রযোজকের। এটি তাঁর ড্রিম প্রজেক্ট। এই স্বপ্ন সফল হওয়ায় সহযোগী প্রযোজনা সংস্থাগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুজয়। তাঁর মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষের পরিচালনাতেই কলকাতায় ‘বব বিশ্বাস’-এর শুটিং শুরু করবেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। সেই ছবিতেও নাকি নিজের ক্রিয়েটিভ অ্যাডভাইস দিচ্ছেন সুজয়। এর আগে কলকাতায় ‘বব বিশ্বাস’-এর শুটিং চলাকালীন তাঁকে দেখা গিয়েছিল। নভেম্বরের ২০ তারিখ আবার দুর্গা প্রতিমার ছবি টুইটারে শেয়ার করেছেন সুজয়। মনে করা হচ্ছে, এবারও মেয়ের ছবির সেটে তিনি উপস্থিত থাকবেন।

Advertisement

[আরও পড়ুন: এবার ওয়েব সিরিজে অভিষেকের কবাডি টিমের বাস্তব কাহিনি, ট্রেলারে দেখা গেল বিগ বি’কেও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ