সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোট ২৪টি আন্তর্জাতিক খেতাব জিতেছেন। কোর্টে ঝড় তুলে বহুবার বিশ্বসেরা খেলোয়াড়দের ধরাশায়ী করেছেন তিনি। তিনবার অলিম্পিকে (Olympics) ভারতের প্রতিনিধিত্বও করেছেন। একবার জিতেছেন পদকও। পদ্মভূষণ সাইনা নেহওয়ালের (Saina Nehwal) জীবন সিনেমার পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। ২৬ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। সেই ঘোষণা করেই টুইটারে পরিণীতি শেয়ার করলেন নতুন পোস্টার।
SAINA! 🏸 In cinemas 26th March 😁@NSaina #AmoleGupte #ManavKaul @eshannaqvi #BhushanKumar @deepabhatia11 @Sujay_Jairaj @raseshtweets #KrishanKumar @AmaalMallik @manojmuntashir @kunaalvermaa77 @TSeries #FrontFootPictures #AGCPL pic.twitter.com/nal6THSEwn
— Parineeti Chopra (@ParineetiChopra) March 2, 2021
বায়োপিক নিয়ে আবেগঘন ভারতের অন্যতম জনপ্রিয় শাটলারও। পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “নিজের ছবি সাইনার ঝলক দেখে আমি মুগ্ধ। গোটা টিমের জন্যই অনেক ভালবাসা। ২৬ মার্চ সিনেমা হলে মুক্তি পাচ্ছে। “
I’m so glad to share a glimpse of my upcoming movie, #Saina. Lots of love to the entire team. In cinemas on 26th March.@ParineetiChopra #AmoleGupte @Manavkaul19 @eshannaqvi #BhushanKumar @deepabhatia11 @sujay_jairaj @raseshtweets #KrishanKumar @AmaalMallik @manojmuntashir … pic.twitter.com/6e92WQHwly
— Saina Nehwal (@NSaina) March 2, 2021
[আরও পড়ুন: ‘আমাদের রক্ত বেচে আত্মনির্ভর ভারত হবে?’ গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে মোদিকে তোপ মিমির]
২০১৭ সালের এপ্রিল মাসে সাইনা নেহওয়ালের বায়োপিক তৈরির কথা ঘোষণা করা হয়। ছবিটির পরিচালনার দায়িত্ব নেন ‘স্ট্যানলি কা ডাব্বা’ খ্যাত পরিচালক অমোল গুপ্তে (Amole Gupte)। সাইনার চরিত্রে প্রথমে শ্রদ্ধা কাপুরকে (Shraddha Kapoor) বাছা হয়েছিল। ব্যাডমিন্টন তারকা এবং তাঁর পরিবারের সঙ্গে দেখাও করেছিলেন শ্রদ্ধা। বেশ কয়েকদিনের অনুশীলন পর্বের পর ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে শুটিংও শুরু করেছিলেন। কিন্তু পরে পরিচালকের সঙ্গে মতভেদের জেরে ছবি থেকে বেরিয়ে যান শ্রদ্ধা। নায়িকা এ বিষয়ে মুখ না খুললেও পরিচালক সেই সময় জানিয়েছিলেন, হাতে একাধিক প্রজেক্ট থাকায় নাকি শ্রদ্ধা বায়োপিকের কাজে মন দিচ্ছেন না। উল্লেখ্য, সেই সময় দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে ‘সাহো’র (Saho) শুটিংও করছিলেন শ্রদ্ধা। পরে পরিণীতি চোপড়াকে ‘সাইনা’র (Saina film) নাম ভূমিকায় নেওয়া হয়। ছবিতে সাইনার কোচ তথা প্রাক্তন ব্যাডমিন্টন তারকা পুলেল্লা গোপিচাঁদের (Pullela Gopichand) চরিত্রে অভিনয় করছেন মানব কউল (Manav Kaul)। সাইনার বাবা হরবীর সিং নেওয়ালের চরিত্রে অভিনয় করছেন পরেশ রাওয়াল (Paresh Rawal)।