সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ঘটা করে ‘মণিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অফ দিদ্দা’ (Manikarnika Returns: The Legend Of Didda) ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন। আশ্বাস দিয়েছিলেন, কাশ্মীরের রানির অজানা কাহিনি জানাবেন। ২৪ ঘণ্টা পার হতে না হতেই কপিরাইট লঙ্ঘনের অভিযোগ উঠল কঙ্গনা রানাউতের (Kangna Ranaut) বিরুদ্ধে। নির্লজ্জের মতো তাঁর সম্মতি ছাড়া এই কাজ করা হয়েছে, এমনই দাবি ‘দিদ্দা – কাশ্মীর কি যোদ্ধা রানি’র লেখক আশিস কউলের (Ashish Kaul)।
এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে আশিস দাবি করেন, রানি দিদ্দাকে নিয়ে কোনও সৃষ্টিশীল কাজ করার কপিরাইট শুধুমাত্র তাঁর রয়েছে। তিনি বলেন, “একটা গল্প এবং একটা গোটা বই দখল করে নিয়েছেন প্রখ্যাত অভিনেত্রী তথা সমাজকর্মী, বিশ্বাস করা যায়? কঙ্গনা বলতেই পারেন দিদ্দা একজন ঐতিহাসিক চরিত্র। তা সত্যি, কিন্তু শুধুমাত্র কলহনের দু’টি পাতা বাদে আমি ছাড়া আর কোনও ইতিহাসবিদ তাঁকে নিয়ে লেখেননি। ছ’বছর ধরে গবেষণা করেছি, রানির সম্মন্ধে তথ্য সংগ্রহ করেছি। কঙ্গনার মতো একজন সচেতন, জ্ঞানী, নিজেকে জাতীয়তাবাদী বলে দাবি করা ব্যক্তিত্বকে এভাবে নিজের ভাবমূর্তি নষ্ট করতে দেখে আমি চূড়ান্ত হতাশ।”
[আরও পড়ুন: শুটিংয়ে গিয়ে কৃষক বিক্ষোভের মুখে জাহ্নবী কাপুর, সেটে গিয়ে কী দাবি জানালেন আন্দোলনকারীরা? ]
এরপরই আবার আশিস কউল অভিযোগ করেন, যে কাহিনিতে শুধুমাত্র তাঁর অধিকার, তা নিলর্জ্জের মতো দখল করেছেন কঙ্গনা। IPR ও কপিরাইটের ভিত্তিতে তা সম্পূর্ণ বেআইনি বলে দাবি করেন আশিস। যদিও তিনি এখনও বিশ্বাস করতে চান যে কঙ্গনা রানাউতকে বিভ্রান্ত করা হয়েছে। উল্লেখ্য, ‘মণিকর্ণিকা: দ্য ক্যুইন অফ ঝাঁসি’ সিনেমার প্রযোজক কমল জৈনের সঙ্গে যৌথভাবে নতুন ছবিটি প্রযোজনা করছেন কঙ্গনা। যদিও এই বিষয়ে তাঁর তরফ থেকে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি।
हमारा भारतवर्ष साक्षी रहा है झाँसी की रानी जैसे कई वीरांगनाओं की कहानी का. ऐसी ही एक और अनकही वीरगाथा है कश्मीर की एक रानी की, जिसने महमूद गजनवी को एक नहीं, दो बार हराया. ले कर आ रहे हैं @KamalJain_TheKJ और मैं, #ManikarnikaReturns: The Legend of Didda 🙏 pic.twitter.com/sgrqkqilj6
— Kangana Ranaut (@KanganaTeam) January 14, 2021