Advertisement
Advertisement
CSpace

দেশের প্রথম সরকারি ওটিটি প্ল্যাটফর্ম আনল কেরল, ভারতীয় বিনোদুনিয়ায় নতুন দিশা

পথ দেখাল কেরল সরকার। ফের বলিউডকে টেক্কা?

India’s First Govt. Backed OTT Platform CSpace launched in Kerala

প্রতীকি ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:March 7, 2024 10:29 pm
  • Updated:March 7, 2024 10:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে এমনিতেই দক্ষিণী ছবির রমরমা। বলিউডকে টেক্কা দিয়ে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে দাক্ষিণাত্যভূমের সিনেসংস্কৃতি। এবার দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি আরও একধাপ এগিয়ে গেল। ৭ মার্চ, বৃহস্পতিবার দেশের প্রথম সরকারি ওটিটি চালু করল কেরল সরকার।

এদিন কৈরালি থিয়েটারে এই সরকারি ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। যার নাম CSpace। ওয়েব প্ল্যাটফর্মের কন্টেন্টে রাশ টানার জন্য বিগত দু তিন বছর ধরেই কেন্দ্রীয় সরকার কড়া নজর রেখেছে। চালু হয়েছে ওটিটি সেন্সরশিপ। এসবের মাঝেই ভারতীয় বিনোদুনিয়ায় নতুন দিশা দেখাল কেরল সরকার।

Advertisement

[আরও পড়ুন: অযোধ্যায় হোটেল বুকিংয়ের নামে স্ক্যাম! হাজার হাজার টাকা খুইয়ে পুলিশের দ্বারস্থ অভিনেত্রী সুরভি]

৭ মার্চ মাস থেকেই শুরু হল CSpace নামের এই ওটিটি প্ল্যাটফর্ম। জানা গিয়েছে, কেরলের জনগনের মধ্যে সচেতনা বৃদ্ধি করতে এবং তাঁদের নিজস্ব সংস্কৃতিতে বিনোদনমূলক তথ্য দিতেই পিনারাই সরকারের এহেন উদ্যোগ। বছর দুয়েক আগেই এই সরকারি ওটিটি প্ল্যাটফর্মের ঘোষণা করেছিল কেরল সরকার। অতিমারীপর্বে এবং তাঁর উত্তরকালে যেভাবে আঞ্চলিক সিনেইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্থ হয়েছে, তাঁদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ পিনারাই সরকারের।

Advertisement

[আরও পড়ুন: ‘অব কি বার ৪০০ পার’, ইসকনে পুজো দিয়ে আত্মবিশ্বাসী লোকসভা প্রার্থী হেমা মালিনী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ