Advertisement
Advertisement

Breaking News

Kangana Ranaut

‘CAA কতটা জরুরি বুঝিয়ে দিল Afghanistan’, মন্তব্য Kangana’র

আর কী বললেন কঙ্গনা?

Kangana Ranaut instagram post on Afghanistan Crisis | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 17, 2021 11:37 am
  • Updated:August 17, 2021 11:40 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তালিবানের (Taliban) দখলে আফগানিস্তান। গোটা দুনিয়া দেখছে তালিবানদের তাণ্ডব। কাবুলের অন্দরের ছবি চমকে দিচ্ছে। অসহায় মানুষদের আর্তনাদ, বাঁচার তাগিদ, ঘুম কেড়ে নিয়েছে বিশ্ববাসীর। সোশ্যাল মিডিয়াতেও সমালোচনার ঝড়। এই ঘটনাকে কেন্দ্র করেই ফের বিতর্কে চলে এলেন বলিউডের বিতর্ক কুইন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut )। আফগানিস্তান  নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করে ফেললেন কঙ্গনা।ইনস্টাগ্রামের স্টোরিতে কঙ্গনা আফগানিস্তানের প্রসঙ্গ তুলে CAA এর পক্ষে ফের প্রশ্ন তুললেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লিখলেন, তালিবানের ভয়ে কাঁপছে গোটা আফগানিস্তান (Afghanistan)। দেশ ছাড়তে মরিয়া আফগানরা। প্রাণ বাঁচানোর জন্য নিজের সম্বলটুকু নিয়েই ঝুঁকি নিয়ে সীমানা পার করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণের এই প্রচেষ্টার বীভৎস রূপ গত কয়েকদিন থেকে দেখছে গোটা দুনিয়া।

Advertisement
Kangana Ranaut Instagram Story
কঙ্গনার ইনস্টাগ্রাম স্টোরি।

[আরও পড়ুন: Afghanistan Crisis: ‘কাবুলিওয়ালার দেশে’র পাশে সোনু সুদ, মহিলাদের জন্য চিন্তিত রিয়া চক্রবর্তী]

Kangana Ranaut instagram story
কঙ্গনার ইনস্টাগ্রাম স্টোরি।

এই প্রসঙ্গ তুলেই ইনস্টা স্টোরিতে কঙ্গনা লিখলেন, ‘আফগানিস্তানের এ সময় আমাদের প্রয়োজন। প্যালেস্তাইন মুসলিমদের হাতে নৃশংসভাবে খুন হচ্ছে আফগান মুসলিমরা। যাঁরা এ ধরনের আচরণকে সমর্থন জানিয়ে চিৎকার করছেন, তাদের একটা কথাই বলতে চাই। আমাদের দেশের সরকারকে ধন্যবাদ যে তারা নাগরিকত্ব আইনের প্রস্তাব এনেছেন। এর ফলে প্রতিবেশী ইসলামিক দেশগুলি থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন পার্সি, খ্রিস্টান ধর্মাবলম্বী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বাঁচার রাস্তা পাবেন।’

Advertisement
Kangana Ranaut instagram profile
কঙ্গনার ইনস্টাগ্রাম প্রোফাইল।

কঙ্গনা আরও জানিয়েছেন, আফগানিস্তানকে যদি রক্ষা করতে পারতাম তাহলে তো ভালই হতো। তবে হ্যাঁ, মুসলিম রাষ্ট্রের সমস্ত সংখ্যালঘুদের আমরা রক্ষা করতে পারব সেটাই সান্ত্বনা। আফগানিস্তানের জন্য সব সময় প্রার্থনা করব।’

[আরও পড়ুন:‘Kabul’কে বাঁচান’, মহিলা পরিচালকের কাতর আরজি ফেসবুকে শেয়ার করলেন Sreelekha-Anik]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ