Advertisement
Advertisement
Kangana Ranaut

‘এমার্জেন্সি’ ছবি তৈরি করতে সমস্ত সম্পত্তি বন্ধক রেখেছেন! কঙ্গনার পোস্ট ঘিরে জল্পনা

ছবিতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী।

Kangana Ranaut mortgaged all her properties for Emergency | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 21, 2023 12:35 pm
  • Updated:January 21, 2023 12:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কের কারণেই বেশিরভাগ সময় সংবাদের শিরোনামে থাকে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) নাম। তবে এবারে কারণ অন্য। অভিনেত্রী হিসেবে ‘এমার্জেন্সি’ সিনেমার (Emergency Movie) শুটিং শেষ করেছেন কঙ্গনা। আর সেই ছবি পোস্ট করে জানিয়েছেন চাঞ্চল্যকর তথ্য।

Emergency first look: Kangana Ranaut is unrecognisable as Indira Gandhi | Sangbad Pratidin

Advertisement

‘এমার্জেন্সি’ সিনেমায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা। মাথায় কাঁচা-পাকা চুল, সামান্য মেকআপ, প্রস্থেথিক লুকে ইন্দিরা হিসেবে ইতিমধ্যে নানা মহলের প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। কিন্তু সিনেমাটি তৈরি করতে তাঁকে কতটা চ্যালেঞ্জ নিতে হয়েছে তা এতদিনে জানালেন কঙ্গনা। ছবির শুটিংয়ের ছবি শেয়ার করে অভিনেত্রী তথা পরিচালক জানান, ‘এমার্জেন্সি’ তৈরির জন্য নিজের সমস্ত সম্পত্তি তিনি বন্ধক রেখেছেন।

[আরও পড়ুন: ‘শরীরের এই দাগ আমার লড়াইয়ের চিহ্ন’, কোন আঘাতের কথা বললেন অভিনেত্রী শোলাঙ্কি?]

মোট তিনটি ছবি আপলোড করেছেন কঙ্গনা। যাতে ইন্দিরা গান্ধীর বেশেই তাঁকে পরিচালনার দায়িত্ব সামলাতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, “অভিনেত্রী হিসেবে এমার্জেন্সির শুটিং শেষ করলাম…আমার জীবনের খুবই গর্বের একটা পর্যায় সম্পূর্ণ হল… দেখে হয়তো মনে হচ্ছে এই যাত্রা খুবই সহজ ছিল কিন্তু তা সত্যি নয়… নিজের সমস্ত সম্পত্তি থেকে শুটিংয়ের প্রথম দিকে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঘটনা, আমাকে প্রতি পদে পরীক্ষা দিতে হয়েছে।”

Emergency Kangana

এরপর কঙ্গনা জানান, সোশ্যাল মিডিয়ায় অনেক কথা জানালেও অনেক কথা তিনি এখনও জানাননি। কারণ তিনি অনুরাগীদের অযথা টেনশন দিতে চাননি। আবার কঠিন সময়ে নিন্দুকদেরও নিজের যন্ত্রণার বিষয়ে জানতে দিতে চাননি। শুধুমাত্র পরিশ্রমের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো যায় না। এর জন্য অদম্য মানসিকতা চাই। জানান কঙ্গনা। তাঁর মতে, হাল না ছাড়া মানসিকতাই মানুষকে লক্ষ্যের কাছে নিয়ে যেতে পারে। ব্যর্থতার থেকে শিক্ষা নিয়ে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জোগায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

[আরও পড়ুন: কেন ২৫ জানুয়ারি ‘পাঠান’ রিলিজ করছেন শাহরুখ খান? জানালেন বিশিষ্ট জ্যোতিষী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement