BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

‘আমি যে তোমার…’, পুরনো গানের সূত্র ধরেই ভূতুড়ে স্মৃতি ফেরাল ‘ভুল ভুলাইয়া ২’র টিজার

Published by: Suparna Majumder |    Posted: April 14, 2022 2:01 pm|    Updated: April 14, 2022 2:01 pm

Kartik Aaryan, Kiara Advani, Tabu starrer Bhool Bhulaiyaa 2 Teaser | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আমি যে তোমার…’ মঞ্জুলিকার এই গানের সূত্র ধরেই প্রকাশ্যে এল ‘ভুল ভুলাইয়া ২’র টিজার (Bhool Bhulaiyaa 2 Teaser)। খুব সামান্য সময়ের জন্য টিজারে দেখা গেল কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan)। ছোট্ট এই ঝলকেই যেন অক্ষয় কুমারের কথা মনে করালেন অভিনেতা। 

Bhool Bhulaiyaa 2 Teaser

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ভুল ভুলাইয়া’। যেখানে মনোবিদের ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয়কে। বন্ধু সিদ্ধার্থের (সাইনি আহুজা) স্ত্রী অবনীর (বিদ্যা বালান) ‘ভূতুড়ে’ রোগ সারাতে অট্টালিকায় হাজিরে হয়েছিলেন তিনি। অক্ষয়-বিদ্যার দুর্দান্ত অভিনয় আর গোছানো গল্পই মন কেড়েছিল দর্শকদের। সুপারহিট সেই ছবিটি পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। 

[আরও পড়ুন: ‘৩৬ বছরের কেরিয়ারে সেরা প্রাপ্তি’, নিজের নামে ডাক টিকিট দেখে উচ্ছ্বসিত ইন্দ্রাণী হালদার]

টি-সিরিজের প্রযোজনায় ‘ভুল ভুলাইয়া ২’ পরিচালনা করেছেন আনিস বাজমি। যৌথভাবে চিত্রনাট্য ছবির লিখেছেন ফারহাদ শামজি ও আকাশ কৌশিক। ছবিতে অক্ষয়ের বদলে ভূত তাড়ানোর দায়িত্ব নিয়েছেন কার্তিক আরিয়ান। তাঁর পাশাপাশি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তাব্বু (Tabu), কিয়ারা আডবাণী, রাজপাল যাদব ও সঞ্জয় মিশ্রর মতো অভিনেতারা।

Kartik Aaryan posted first look of Bhool Bhulaiyaa 2 

২০২০ সালের ৩১ জুলাই ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা (Coronavirus) পরিস্থিতির জেরে শুটিং স্থগিত হয়ে যায়। পরে আবার শুটিং শুরু হয়। ২০ মে নতুন মুক্তির দিন হিসেবে ধার্য করা হয়। সোনু কে টিটু কি সুইটি’, ‘লুকা ছুপি’র মতো ছবিতে দর্শকদের মন জয় করেছেন কার্তিক। এবার বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের জুতোয় পা গলিয়েছেন। সুতরাং তাঁর থেকে প্রত্যাশা অনেকটাই। অক্ষয়ের জুতোয় পা গলিয়ে কার্তিক কেমন অভিনয় করেন, তা নিয়েও আগ্রহ তুঙ্গে। টিজার শেয়ার করে আবার অভিনেতা লিখেছেন, “রুহ বাবা আসছে মঞ্জলিকা সাবধান!”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

[আরও পড়ুন: আলিয়ার আবদার রেখেই বিয়ের পর বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছেন রণবীর! জল্পনা তুঙ্গে]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে