BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

সেলফি তুলতে গিয়ে মালাইকার ঘাড়ে এসে পড়লেন যুবক! তারপর…

Published by: Akash Misra |    Posted: March 17, 2023 4:03 pm|    Updated: March 17, 2023 4:07 pm

malaika Arora new video goes viral | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কী কাণ্ড! সেলফি তুলতে গিয়ে রীতিমতো ঘাড়ে এসে পড়ে যাওয়া! হ্যাঁ, ব্যাপারটা এমনই ঘটল মালাইকা অরোরার সঙ্গে।

[আরও পড়ুন: হঠাৎ করেই ইউটিউবে গায়েব ‘ভিড়’ ছবির ট্রেলার! রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন নেটিজেনরা]

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বিমানবন্দরে সেলেব এসে পৌঁছলেই পাপারাৎজ্জিরা হুমড়ি খেয়ে পড়েন ছবি তোলার জন্য। ঠিক এই সময় এদিক-ওদিক থেকে হাজির হন বহু অনুরাগীরা। তাঁদেরও আবদার সেলেবের সঙ্গে একটা সেলফি। মালাইকাকে কাছে পেয়ে এমনটাই আবদার করলেন এক যুবক। ফোন নিয়ে সোজা এগিয়ে গেলেন মালাইকার দিকে। আর তারপরই বাঁধল গণ্ডগোল। ছবি তুলতে গিয়ে রীতিমতো ঘাড়ের উপর গিয়ে পড়লেন যুবক। ব্যস, ক্ষেপে লাল মালাইকা! যুবককে ধাক্কা দিয়ে সরিয়ে গটগট করে সোজা হাঁটা দিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

এর আগে ক্যামেরার সামনে ছবি তোলার সময় হঠাৎই এক ব্যক্তি হাত দিয়ে ফেলেছিল মালাইকার ক্লিভেজে। সেই সময়ও নিজেকে সামলে নিয়েছিলেন মালাইকা। হাত দিয়ে ঢাকেন ক্লিভেজ। সেই ভিডিওই এখন ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন: স্বরা ভাস্করের রিসেপশনে নেতাদের ভিড়, হাজির ছিলেন রাহুল, কেজরিওয়াল, অখিলেশ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে