Advertisement
Advertisement
Pariniti Chopra

দিদি প্রিয়াঙ্কার মতোই রাজকীয় বিয়ে পরিণীতির! ফাঁস অনুষ্ঠানের ভেন্যু ও দিনক্ষণ

১৩ মে বাগদান হয় রাঘব ও পরিণীতির।

Parineeti Chopra, Raghav Chadha looking at winter wedding in Rajasthan| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 29, 2023 5:11 pm
  • Updated:May 29, 2023 5:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিদির পথেই হাঁটতে চলেছেন বোন পরিণীতি। হ্যাঁ, জমকালো বাগদান পর্বের পর এবার বিয়ের পালা। আর এ ব্যাপারে প্রিয়াঙ্কা চোপড়ার মতো রাজস্থানের দুর্গতে বিয়ে করতে চলেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। বলিউড সূত্র বলছে, সম্প্রতি বিয়ের ভেন্যু ঠিক করতে রাজস্থানে পৌঁছে গিয়েছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া ( Parineeti Chopra)। দু’জনে মিলে নাকি রাজস্থানের দুর্গও ঘুরে এসেছেন। শোনা যাচ্ছে, অক্টোবরেই বিয়ে করবেন পরিণীতি-রাঘব। এমনকী, খবরে এসেছে, রাজস্থান টুরিজম ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে দেখা করেও বিস্তারিত তথ্য জেনে নিয়েছেন পরিণীতি।

হাজার গুঞ্জন রটলেও, রাঘবের সঙ্গে যে চুটিয়ে প্রেম করছিলেন পরিণীতি চোপড়া ()। তা একটি বারও মুখ ফুটে স্বীকার করেননি। অবশেষে আংটি বদল হতেই প্রকাশ্যে রাঘনীতির প্রেম! আর এবার প্রথম বাগদান ও রাঘবের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুলেছেন পরিণীতি।

Advertisement

[আরও পড়ুন: ‘এতটাও নিচে নামবেন না’! কুস্তিগিরদের বিকৃত ছবি নিয়ে IT সেলের ‘মিথ্যাচারে’ ক্ষুব্ধ উরফি]

সোশ্য়াল মিডিয়ায় পরিণীতি লিখলেন, আমাদের সম্পর্ক ও বাগদান নিয়ে যেভাবে ইতিবাচক মনোভাব ছিল সকলের, তা দেখে সত্যিই আপ্লুত আমি ও রাধব। আপনাদের এরকম সঙ্গে থাকা আমাদের শক্তি দিয়েছে। অনুপ্রেরণা জুগিয়েছে।

[আরও পড়ুন: নেতাজি-ক্ষুদিরামের অনুপ্রেরণা সাভারকর? রণদীপ হুডার ‘ভুল’ শোধরালেন স্বস্তিকা-জয়জিৎ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement