Advertisement
Advertisement
Priyanka Chopra

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে অস্কার জিততে পারেন প্রিয়াঙ্কা চোপড়া, কীভাবে জানেন?

কোন ছবির জন্য উঠে এল তাঁর নাম?

Priyanka Chopra in Bengali news: Actress may bag Oscar for The White Tiger film performance, claims US news portal | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 20, 2020 6:48 pm
  • Updated:September 20, 2020 6:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মার্কিন মুলুকে নাকি হইচই কাণ্ড বাঁধিয়ে দিতে পারেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। আসন্ন অস্কারে মেরিল স্ট্রিপ (Meryl Streep), কেট ব্ল্যানচেটদের (Cate Blanchett) তালিকায় নিজের নামও যুক্ত করে নিতে পারেন। মার্কিন এক অনলাইন সংবাদসংস্থার এমনটাই দাবি। আগামী বছরের অস্কারে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেতে পারেন বলিউডের ‘দেশি গার্ল’।

২০০৮ সালে মুক্তি পাওয়া স্লামডগ মিলিয়েনিয়র (Slumdog Millionaire) ছবির সৌজন্যে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (Academy Awards) মঞ্চে সাফল্য পেয়েছিলেন এ আর রহমান (AR Rahman) এবং রেসুল পুকুট্টি (Resul Pookutty)। তারপর আর অস্কারের মঞ্চে ভারতের তেমনও কোনও সাফল্য নেই। প্রিয়াঙ্কা চোপড়া অবশ্য কয়েক বছর ধরেই অস্কারের (Oscar) রেড কার্পেট মাতাচ্ছেন। তবে এবারে নাকি অস্কারের মঞ্চে সেরা সহ-অভিনেত্রীদের তালিকায় প্রিয়াঙ্কার নাম ভেসে উঠতে পারে।

Advertisement

[আরও পড়ুন: ‘দরজা বন্ধ করেই আমায় যৌনাঙ্গ প্রদর্শন করত নামী নায়করা’, পায়েলের সমর্থনে সরব কঙ্গনা]

কীভাবে হবে তা? সূত্রের খবর, নিজের মুক্তি পেতে চলা ছবি ‘দ্য হোয়াইট টাইগার’-এর (The White Tiger) জন্য এবার অস্কারে মনোনয়ন পাবেন প্রিয়াঙ্কা। রামিন বাহরানি (Ramin Bahrani) ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করেছেন রাজকুমার রাও (Rajkummar Rao) এবং আদর্শ গৌরব (Adarsh Gourav)। করোনা সংকটের আবহে (CoronaVirus) সিনেমাটি এখনও মুক্তি পায়নি। তবে খুব শিগগিরিই ওয়েব প্ল্যাটফর্মে আসবে তা। আর তারপরই আসন্ন অস্কারের দৌড়ে শামিল হয়ে যাবেন বলিউডের দেশি গার্ল। মার্কিন সংবাদ সংস্থার দাবি, প্রিয়াঙ্কাই এবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ‘ডার্ক হর্স’ হয়ে উঠতে পারেন। এরই মধ্যে ইন্সটাগ্রামে সদ্য প্রয়াত মার্কিন যুক্তরাষ্ট্রের (US) সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়স্ক বিচারক রুথ বাডের গিন্সবার্গকে (Ruth Bader Ginsburg) স্মরণ করেছেন প্রিয়াঙ্কা। শেয়ার করেছেন তাঁর ভাবাদর্শ।

Advertisement

 

[আরও পড়ুন: অর্ডার দেওয়া খাবারে ছত্রাক, মার্কিন সংস্থার বিরুদ্ধে কলকাতা পুরসভার দ্বারস্থ মিমি চক্রবর্তী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ