১৮ অগ্রহায়ণ  ১৪৩০  রবিবার ৩ ডিসেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

চার রাজ্যের রায়

মধ্যপ্রদেশ (২৩০/২৩০) এগিয়ে / জয়ী
বিজেপি ১৬৪
কংগ্রেস ৬৫
অন্যান্য
রাজস্থান (১৯৯/২০০) এগিয়ে / জয়ী
বিজেপি ১১৫
কংগ্রেস ৬৯
অন্যান্য ১৫
ছত্তিশগড় (৯০/৯০) এগিয়ে / জয়ী
বিজেপি ৫৪
কংগ্রেস ৩৫
অন্যান্য
তেলেঙ্গানা (১১৯/১১৯) এগিয়ে / জয়ী
বিআরএস ৩৯
কংগ্রেস ৬৪
বিজেপি
এআইএমআইএম
অন্যান্য

‘এই বাংলা আমার হাসবে আবার’, মুখ্যমন্ত্রীর উদ্যোগে করোনা সচেতনতায় তৈরি মিউজিক ভিডিও

Published by: Bishakha Pal |    Posted: April 20, 2020 2:29 pm|    Updated: April 20, 2020 3:35 pm

Raj Chakraborty releases a music video named, 'Ei Bangla Amar Hasbe Abar'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দুর্যোগ একটা শব্দ’। মাত্র কয়েকটা নিয়ম মেনে চললেই করোনার মতো দুর্যোগ বিদায় নেবে বিশ্ব থেকে। ‘এই বাংলা আমার হাসবে আবার’। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ চক্রবর্তীর মিউজিক ভিডিও ঘরবন্দি মানুষকে আবার হাসিখুশি তিলোত্তমায় ফিরিয়ে নিয়ে গেল। রাজ চক্রবর্তী যে শুধু সেলিব্রিটিদের গান গাইয়ে বা অভিনয় করিয়ে থেমে থেকেছেন, তা নয়। ভিডিওর শেষে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বার্তাও।

করোনা পরিস্থিতিতে আজ গোটা বাংলা ম্রিয়মাণ। কিন্তু এই পরিস্থিতি থাকবে না। কেটে যাবে গুমোট এই পরিস্থিতি। ভিডিওয় সেই বার্তাই দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। তার ক্যামেরায় উঠে এসেছে ভিক্টোরিয়া, ধর্মতলা, পাড়ার মোড়ের চায়ের দোকান, ময়দান, মোহনবাগান, ইস্টবেঙ্গল… এক কথায় গোটা তিলোত্তমা। গান শুরুই হয়েছে আশার কথা শুনিয়ে- ‘দেখে নিও ঠিক, সেরে যাবে সব, কেটে যাবে ভয়, সবার।’ গলা মিলিয়েছেন যিশু সেনগুপ্ত ও আবির চট্টোপাধ্যায়। এরপরই চেনা পরিচিত কলকাতার টুকরো ছবিতে ফিরে গিয়েছেন রাজ। ঋত্বিক, অনির্বাণ বলেছেন, পাড়ার মোড়ে আবার ভিড় জমবে। তবে তার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। তাহলেই ‘এই বাংলা আমার হাসবে আবার’।

nusrat

[ আরও পড়ুন: করোনার থাবা, অনিশ্চিত কান-সহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ]

কী নিয়ম? গানে তাও বিস্তারিত বলেছেন রাজ। মাস্ক পরতে হবে। থাকতে হবে বাড়িতে। বাইরে বের হওয়া একেবারে মানা। তাহলেই করোনা যুদ্ধে জয়ী হবে বাংলা। বাঙালি আবার ফিরে যাবে আবেগময় ইস্টবেঙ্গল-মোহনবাগানের আবেগময় দ্বন্দ্বে। পাড়ার মোড়ে মাটির ভাঁড়ে বিক্রি হবে চা। মোগলাইয়ের দোকানে লাইন পড়বে। পাড়ার গলিতে ব্যাট হাতে ক্রিকেট খেলতে নামবে কিশোররা। জমে উঠবে চায়ের কাপে তুফান তুলে রাজনীতির আলোচনা। ফিরবে সব পুরনো চিত্র। সাদাকালো বাংলা আবার রঙিন হবে। ব্যস্ত হবে হাওড়া ব্রিজ, দুর্গাপুজোয় ঢাকে কাঠি পড়বে। জমে উঠবে আটপৌরে শাড়ি পরে বঙ্গলনাদের ধুনুচি নাচ। ভিডিওয় এসবেরই কোলাজ দিয়ে কলকাতার ছবি এঁকেছেন পরিচালক।

param

ভিডিওয় যেমন দেখা গিয়েছে যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত, বনি, অঙ্কুশ, অনির্বাণকে; তেমনই রয়েছেন পাওলি দাম, শুভশ্রী, শ্রাবন্তী, নুসরত, সায়ন্তিকা। পরমব্রত ও সায়ন্তিকাকে ভিডিওয় গিটার বাজাতে দেখা গিয়েছে। ড্রাম বাজিয়েছেন যিশু। কণ্ঠ দিয়েছেন নিকিতা গান্ধী ও শাশ্বত সিংহ। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। সবশেষে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। বাংলার মানুষের জন্য কয়েক পংক্তি কবিতাও আবৃত্তি করেছেন তিনি। বলেছেন, ‘দুর্যোগ একটা শব্দ শুনলেই সবাই ভয় পায়, ভয়ে সবাই জব্দ, দুর্যোগ একটা শব্দ’।

[ আরও পড়ুন: ‘ভারত এখন মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন’, ‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’ কনসার্টে মন্তব্য শাহরুখের ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে