BREAKING NEWS

১৫ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৩০ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

‘রাহুল গান্ধীর জন্যই আমি বেঁচে আছি!’, কংগ্রেস নেতাকে ধন্যবাদ দক্ষিণী অভিনেত্রীর

Published by: Akash Misra |    Posted: March 30, 2023 3:35 pm|    Updated: March 30, 2023 8:49 pm

Ramya reveals she contemplated suicide after her dad's death| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর প্রতি চিরদিন ঋণী হয়ে থাকবেন তামিল এবং কন্নড় ছবির জনপ্রিয় অভিনেত্রী রম্যা ওরফে দিব্য়া স্পন্দনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে দিব্যা জানান, আজ তিনি বেঁচে আছেন একমাত্র রাহুল গান্ধীর কারণেই। তাঁর কথায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়ে ছিল। মানসিক সমর্থন দিয়েছিল।

[আরও পড়ুন:  কবে বিয়ে? প্রশ্ন করতেই পরিণীতি যা করলেন…! ভিডিও ভাইরাল]

সম্প্রতি রম্যা টক শো উইকেন্ড উইথ রমেশ সিজন -এ হাজির হন। সেখানেই জীবন নিয়ে কথা বলতে গিয়ে জানান, তাঁর বাবা আরটি নারায়ণ মারা যাওয়ার পরে কঠিন সমস্য়ার মধ্যএ পড়েছিলেন। এমনকী, আত্মহত্য়ার কথাও ভেবেছিলেন। সেই সময় রাহুল গান্ধী তাঁর পাশে দাঁড়ান। রম্যার কথায়, ”আমার জীবনে আমার মা সবচেয়ে বড় প্রভাবশালী, তার পরে আমার বাবা এবং তারপর রাহুল গান্ধী (Rahul Gandhi)। আমি যখন আমার বাবাকে হারিয়েছিলাম তখন আমি মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। আমি আমার জীবন শেষ করার কোথাও ভেবেছি। আমি একা হয়ে গিয়েছিলাম। আমি নির্বাচনেও হেরে গিয়েছিলাম। এটা ছিল শোকের সময়। সেই সময়ে, রাহুল গান্ধী আমাকে সাহায্য করেছিলেন এবং আমাকে মানসিকভাবেও সমর্থন করেছিলেন। আজ আমি বেঁচে থাকার শক্তি পাই রাহুল গান্ধীর দেওয়া উপদেশগুলোকে মেনেই।”

[আরও পড়ুন: ইডি বিতর্ক অতীত, দুবাইয়ের আকাশে উড়ছেন ‘লিডিং হিরো’ বনি সেনগুপ্ত, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে