সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর প্রতি চিরদিন ঋণী হয়ে থাকবেন তামিল এবং কন্নড় ছবির জনপ্রিয় অভিনেত্রী রম্যা ওরফে দিব্য়া স্পন্দনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে দিব্যা জানান, আজ তিনি বেঁচে আছেন একমাত্র রাহুল গান্ধীর কারণেই। তাঁর কথায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়ে ছিল। মানসিক সমর্থন দিয়েছিল।
সম্প্রতি রম্যা টক শো উইকেন্ড উইথ রমেশ সিজন -এ হাজির হন। সেখানেই জীবন নিয়ে কথা বলতে গিয়ে জানান, তাঁর বাবা আরটি নারায়ণ মারা যাওয়ার পরে কঠিন সমস্য়ার মধ্যএ পড়েছিলেন। এমনকী, আত্মহত্য়ার কথাও ভেবেছিলেন। সেই সময় রাহুল গান্ধী তাঁর পাশে দাঁড়ান। রম্যার কথায়, ”আমার জীবনে আমার মা সবচেয়ে বড় প্রভাবশালী, তার পরে আমার বাবা এবং তারপর রাহুল গান্ধী (Rahul Gandhi)। আমি যখন আমার বাবাকে হারিয়েছিলাম তখন আমি মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। আমি আমার জীবন শেষ করার কোথাও ভেবেছি। আমি একা হয়ে গিয়েছিলাম। আমি নির্বাচনেও হেরে গিয়েছিলাম। এটা ছিল শোকের সময়। সেই সময়ে, রাহুল গান্ধী আমাকে সাহায্য করেছিলেন এবং আমাকে মানসিকভাবেও সমর্থন করেছিলেন। আজ আমি বেঁচে থাকার শক্তি পাই রাহুল গান্ধীর দেওয়া উপদেশগুলোকে মেনেই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.