Advertisement
Advertisement
Salman Khan

বক্স অফিসে ব্যর্থ সলমনের ইদের ছবি, অভিনয় থেকে বিরতির সিদ্ধান্ত ভাইজানের!

এখনও পর্যন্ত একশো কোটির ব্যবসা করতে পেরেছে 'কিসি কা ভাই কিসি কি জান'।

Salman Khan is likely to take a break from films| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 2, 2023 11:58 am
  • Updated:May 2, 2023 12:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে চলল না সলমন ম্যাজিক। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ব্যবসা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। ইদে মুক্তি পেয়েও অনুরাগীদের মন ভরাতে পারেননি বলিউডের ভাইজান। ঠিক এই সময়ই এক কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন সলমন। স্পষ্ট জানালেন, আপাতত কিছুটি দূরে থাকবেন সিনেমা থেকে!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সলমনের একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। সুলতান ছবির পর সলমন তেমন কোনও হিট দিতে পারেননি। ভারত, টিউবলাইট ছবি তো সুপারফ্লপ। আশা ছিল, ‘কিসি কা ভাই, কিসি কি জান’ হয়তো হিট হবে। তবে সে গুড়েও বালি।

Advertisement

[আরও পড়ুন: ‘চুরি’ হয়েছিল ‘অবতারে’র চিত্রনাট্য, স্পিলবার্গের ‘ইটি’ নিয়ে অভিযোগ ছিল খোদ সত্যজিতের]

সূত্র বলছে, ‘টাইগার থ্রি’ মুক্তির পর আগামী বেশ কিছু বছর সিনেমা থেকে দূরে থাকবেন সলমন। শোনা যাচ্ছে, একের পর এক ছবি ফ্লপ হওয়ার কারণেই নাকি এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। এমনকী, নিজের পোশাক ব্র্য়ান্ডের ব্যবসা থেকেও নিজেকে কিছুটা দূরে রাখতে আগ্রহী। তবে এই নিয়ে সংবাদ মাধ্যমে পরিষ্কার কিছু না জানালেও, সলমন ঘনিষ্ঠরা কিন্তু তাঁর এই সিদ্ধান্ত সম্পর্কে সব জানেন। এই বিরতি পর্বে সলমন কী করবেন তা অবশ্য় স্পষ্ট নয়। 

Advertisement

প্রসঙ্গত, একের পর এক প্রাণনাশের হুমকি পাচ্ছেন সলমন। ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে তাই চলতে হয় পর্দার দামাল নায়ককে। সদ্যই মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই, কিসি কি জান’। শাহরুখের ‘পাঠান’ ছবির সামনে একেবারেই মুখ থুবড়ে পড়েছে সেই ছবি। দেশ-বিদেশ মিলিয়ে ১০০ কোটি তুলতেই ফুরিয়েছে দম। তবু সেই ব্যর্থতার চেয়েও এই মুহূর্তে ভাইজানের মাথাব্যথা অনেক বেশি সারাক্ষণ বন্দুকের ঘেরাটোপে থাকা নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, এভাবে প্রতি মুহূর্তে নিরাপত্তা নিয়ে চলা ও প্রাণনাশের হুমকির টেনশনের মোকাবিলা করাটা অভিজ্ঞতা ঠিক কেমন।

এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে এসেছিলেন সলমন (Salman Khan)। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ”নিরাপত্তাহীনতার থেকে নিরাপত্তা অনেক ভাল। হ্যাঁ, নিরাপত্তা রয়েছে। এখন আর একটা বাইসাইকেল নিয়ে রাস্তায় যাওয়া কিংবা একা একা কোথায় যাওয়া সম্ভব নয়। তার চেয়েও বড় কথা, আজকাল আমি ট্র্যাফিকে থামলেই চারপাশে নিরাপত্তা এত বেশি থাকে, অন্য মানুষদের অসুবিধা হয়। সবাই আমার দিকে তাকায়। আর আমার বেচারি ফ্যানেরা! খুব গুরুতর হুমকি বলেই এত বেশি নিরাপত্তা।”

[আরও পড়ুন: তৃণমূল নেতা সৌম্যকে বিয়ে করলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, কেমন সাজলেন অভিনেত্রী? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ