সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের মারধর করেন সলমন খান! মহিলাদের যন্ত্রণা দিয়ে আনন্দ পান তিনি! নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঠিক এভাবেই বোমা ফাটালেন বলিউডের দাবাং খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
শুক্রবারই আপমাকিং ছবি ‘টাইগার ৩’-এ নিজের নয়া লুক প্রকাশ্যে আনেন সলমন। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ছবির জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে অনুরাগীরা ভালবাসায় ভরে দিয়েছিলেন ভাইজানকে। কিন্তু তার মধ্যেই বিস্ফোরক অভিযোগ তোলেন সোমি আলি। ইনস্টাগ্রামে সলমনের এককালের সুপারহিট ছবি ‘ম্যায়নে পিয়ার কিয়া’র পোস্টার শেয়ার করেন সোমি। যে ছবিতে সল্লু মিঞার বিপরীতে অভিনয় করেছিলেন ভাগ্যশ্রী। সেখানেই ক্য়াপশনে রীতিমতো বোমা ফাটান তিনি।
সোমি লেখেন, “সলমন মহিলাদের মারে। শুধু আমাকে নয়, অনেককেই মেরেছে। ওকে পুজো করাটা বন্ধ করুন। যন্ত্রণা দিয়ে ও আনন্দ পায়। ওর সম্বন্ধে আপনাদের কোনও ধারণাই নেই।” তাঁর এমন মন্তব্যে নতুন করে উসকে গিয়েছে বিতর্ক। কারণ এর আগেও একাধিকবার মহিলাঘটিত ইস্যুতে শিরোনামে উঠেছে সলমনের নাম। কখনও ঐশ্বর্যকে চড় মারার জন্য তো কখনও ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদ নিয়ে সমালোচিত হয়েছেন সলমন। অভিনেত্রী সোমি আলির সঙ্গেও সম্পর্ক ছিল দীর্ঘদিন। নব্বইয়ের দশকে সলমনের বিরাট ভক্ত ছিলেন সোমি। এরপর একটি ছবিতে তাঁদের একসঙ্গে অভিনয়ের সুযোগও এসেছিল। যদিও শেষমেশ তা হয়নি।
সলমনের সঙ্গে ব্রেক আপের পর সোমি বলেন, “ও আমায় ধোকা দিয়েছে। তাই সম্পর্কে ইতি টেনে বেরিয়ে আসি।” ঠিক কীভাবে হয়েছিল বিচ্ছেদ? সোমির কথায়, “আমি ওকে বলেছিলাম যে আমি তোমাকে বিয়ে করতে এসেছি। ও বলে, ওর গার্লফ্রেন্ড আছে।” আর এবার তিনি অভিযোগ তুললেন, সলমন তাঁকে মারধরও করতেন। যদিও এ নিয়ে এখনও সলমনের প্রতিক্রিয়া মেলেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.