Advertisement
Advertisement

Breaking News

বিদ্যা

আমাজন প্রাইমে আসছে শকুন্তলা দেবীর বায়োপিক, অভিনব কায়দায় মুক্তির দিন ঘোষণা বিদ্যার

অঙ্ক কষে ছবি মুক্তির দিন নির্ধারণ করলেন বিদ্যা বালান!

Shakuntala Devi's biopic will release on 31 July in Amazon Prime
Published by: Bishakha Pal
  • Posted:July 3, 2020 1:52 pm
  • Updated:July 3, 2020 2:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আবহে সিনেমা হল খোলার এখন কোনও সম্ভাবনা নেই। তাই ছবির অনলাইন রিলিজের পথেই হাঁটছেন প্রযোজকরা। ইতিমধ্যেই আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও অমিতাভ বচ্চন অভিনীত ‘গুলাবো সিতাবো’। এবার এই ওয়েব প্ল্যাটফর্মেই আসছে ‘শকুন্তলা দেবী’। ৩১ জুলাই ২০০টি দেশে ছবির প্রিমিয়ার হতে চলেছে আমাজন প্রাইম ভিডিওর হাত ধরে।

ছবিতে মানব কম্পিউটার শকুন্তলা দেবীর ভূমিকায় রয়েছেন বিদ্যা বালান। তাঁর স্বামী পরিতোষ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। শকুন্তলা দেবীর মেয়ের ভূমিকায় দেখা যাবে ‘দঙ্গল’ খ্যাত সানায়া মালহোত্রাকে। ছবিটি পরিচালনা করেছেন অনু মেনন। ২০১৫ সালে ‘ওয়েটিং’ ও ২০১৯-এর ‘ফোর মোর শটস প্লিজ’-এর প্রথম সিজন পরিচালনা করেছিলেন তিনি। পরিচালনার পাশাপাশি ‘শকুন্তলা দেবী’র চিত্রনাট্যও লিখেছেন অনু। আমাজন প্রাইমের তরফে একটি ভিডিও প্রকাশ করে ছবির রিলিজ ডেট জানানো হয়েছে। ভিডিওয় বিভিন্ন রকম গণিতের সমাধানের কথা বলেছেন বিদ্যা। এমন কিছু অঙ্ক যা মুহূর্তে সমাধান করা দুঃসহ ব্যাপার। ওই অঙ্কের মধ্যেই লুকিয়ে ‘শকুন্তলা দেবী’ ছবির মুক্তির দিন। ভিডিওয় বিদ্যা বালান জিজ্ঞাসা করেছেন, (431 x 102 + 98421 – 1487 x 46) x 3780 ÷ 9 কত হয়? এর উত্তরও তিনি দিয়েছেন, 31072020। মানে ৩১ জুলাই ২০২০-তে মুক্তি পাবে মানব কম্পিউটর শকুন্তলা দেবীর বায়োপিক।

Advertisement

[ আরও পড়ুন: হিন্দুধর্মকে অপমান! ‘সড়ক ২’ ছবি নিয়ে মামলা দায়ের আলিয়া ও মহেশ ভাটের বিরুদ্ধে ]

উল্লেখ্য, ‘শকুন্তলা দেবী’র পাশাপাশি অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষ্মী বম্ব’, রাজকুমার রাও অভিনীত ছবি ‘লুডো’, জাহ্নবী কাপুর অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা’, সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’-সহ আরও বেশ কিছু ছবিরও ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে। এর মধ্যে কিছু মুক্তি পাচ্ছে আমাজন প্রাইমে, কিছু নেটফ্লিক্সে, আবার কোনওটি হটস্টারে। বহু প্রতীক্ষিত এই হিন্দি সিনেমাগুলি একের পর এক যদি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করতে থাকে, তাহলে লকডাউন পরবর্তী সময়ে সিনেমা হল, মাল্টিপ্লেক্সগুলি যে জোর ধাক্কা খাবে, তা বলাই বাহুল্য।

[ আরও পড়ুন: ‘তোমাকে সবসময় ভালবাসব’, শেষ ইনস্টাগ্রাম পোস্টে সুশান্তকেই স্মরণ করেছিলেন সরোজ খান ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ