সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভগবান বলতে আমার সহ-অভিনেতা সৌরভ রাজকেই বুঝিয়েছি!’ ব্রা বিতর্কে ঠিক এভাবেই সাফাই দিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari )। সম্প্রতি ঈশ্বরকে টেনে তাঁর অন্তর্বাসের সাইজ নিয়ে মন্তব্য করে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন শ্বেতা। এমনকী, শ্বেতার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয় মধ্যপ্রদেশে। সেই বিতর্কে ইতি টানতেই এবার আসল ঘটনা সামনে আনলেন শ্বেতা।
তা ঠিক কী বললেন শ্বেতা?
শ্বেতার কথায়, ‘এই মন্তব্যের জন্য আমি দুঃখিত। আমি ঈশ্বর বলতে আমার সহকর্মী সৌরভ রাজকেই বুঝিয়েছি। কারণ, আমি আর সৌরভ ধারাবাহিকে ভগবানের চরিত্রে অভিনয় করেছিলাম। তাই সাংবাদিক বৈঠকে মজার ছলে এই মন্তব্য করি। এই মন্তব্যের নেপথ্যে অন্য কোনও অর্থ ছিল না। তবুও আমি ক্ষমাপ্রার্থী।’
[আরও পড়ুন: ‘পিঁড়ি থেকে যদি পড়ে যাই!’ সাত পাকে ঘুরতে গিয়ে ভয়ে কাঁটা মৌনী রায় ]
ঠিক কী ঘটেছিল?
সম্প্রতি নতুন ওয়েব সিরিজ ‘শো স্টপারে’র প্রচারের জন্য ভোপালে গিয়েছিলেন শ্বেতা। ফ্য়াশন দুনিয়ার গল্পই বলবে এই ওয়েব সিরিজ। সেখানেই কথায় কথায় হঠাৎ নিজের অন্তর্বাসের সাইজের সঙ্গে ভগবানকে টেনে নিয়ে আসলেন শ্বেতা। শ্বেতা বলেন, ‘এতদিন ভগবান রূপে আমাকে ধারাবাহিকে দেখা গিয়েছে। আর এবার ব্রা পরে দেখা যাবে। আমার উত্থান এমনই!। তাই ভগবানই আমার অন্তর্বাসের উপর নজর রেখেছে। তিনি জানেন এর সাইজ!’
View this post on Instagram
শ্বেতার এই মন্তব্যকে মোটেই ভাল চোখে দেখেননি একাংশ মানুষ। এমনকী, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র শ্বেতার এই মন্তব্যের কথা জানতে পেরে পুলিশকে নির্দেশও দিয়েছিলেন গোটা বিষয়টি নিয়ে তদন্ত করতে। স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়ে ছিলেন, ‘খুবই কুরুচিকর মন্তব্য। ঈশ্বরকে টেনে এরকম ঠাট্টা একেবারেই উচিত নয়। গোটা বিষয়টা দেখছে পুলিশ। তদন্তের পরই সিদ্ধান্ত নেওয়া হবে।’ এই মন্তব্য টুইটও করেছেন নরোত্তম মিশ্র।