Advertisement
Advertisement

Breaking News

Soumitra Chatterjee

করোনা নেগেটিভ সৌমিত্র চট্টোপাধ্যায়, আগের থেকে শারীরিক অবস্থার সামান্য উন্নতি

সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেতার শারীরিক অবস্থার খবর দিলেন তাঁর কন্যা।

Bangla News of Soumitra Chatterjee: Veteran Bengali actor COVID-19 test came negetine | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 14, 2020 9:01 pm
  • Updated:October 14, 2020 11:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা নেগেটিভ সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। বুধবার রাতেই জানা গিয়েছে এই সুখবর। আগের থেকে সামান্য হলেও সৌমিত্রবাবুর  শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তা ফেসবুকে জানিয়েছেন কিংবদন্তি অভিনেতার কন্যা পৌলমী বসু (Poulami Bose)। বুধবার বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে সৌমিত্রবাবুর। কাল সেই সমস্ত পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। নিজের ফেসবুক প্রোফাইলে জানিয়েছেন পৌলমী। এর পাশাপাশি সৌমিত্রবাবুর অনুরাগীদের ধন্যবাদ জানালেন প্রবাদপ্রতীম শিল্পীর আরোগ্য কামনা করার জন্য। জানা গিয়েছে, মৌখিক কথায় সাড়া দিচ্ছেন শিল্পী। তাঁর রক্তচাপ, লিভার ফাংশন, অ্যামোনিয়ার লেভেলও আগের থেকে অনেক ভাল রয়েছে। অক্সিজেন আগের থেকে কমন দিতে হচ্ছে।

 

Advertisement

Advertisement

বুধবার রাতে ফেসবুকে পোস্টটি করেছেন পৌলমী বসু। “তোমার এই পোস্ট আমার দিনটা ভাল করে দিল। এবার তাঁর ছাড়া পাওয়ার খবরের প্রতীক্ষায় রইলাম”, পোস্টের প্রতিক্রিয়া দিতে গিয়ে এই কথাই লিখেছেন কবি শ্রীজাত। ইতিমধ্যেই সৌমিত্রবাবুর আরোগ্য কামনা করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, মিমি চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়।

[আরও পড়ুন: মরণাপন্ন রানি মুখোপাধ্যায়ের ‘মেহেন্দি’ ছবির নায়ক, চিকিৎসার খরচ জোগাড়ে হিমশিম দশা]

৬ অক্টোবর সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা (COVID-19) আক্রান্ত হওয়ার খবর মেলে। তারপর থেকেই বেলভিউ হাসপাতালে ভরতি রয়েছেন কিংবদন্তি অভিনেতা। মঙ্গলবারই ফেসবুকে পৌলমী বসু জানিয়েছিলেন, প্রবাদপ্রতীম শিল্পীকে বাইপ্যাপ ভেন্টিলেশন থেকে সরানো হয়েছে। তার পরের পোস্টেই আবার কিংবদন্তি অভিনেতার ICU-র ছবি ও মেডিক্যাল বুলেটিন অনৈতিকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁর কন্যা। মঙ্গলবার রাতে করা নিজের এই পোস্টে পৌলমী বসু লিখেছেন, “আমার করোনা আক্রান্ত বাবা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে নিদারুণ এই দুশ্চিন্তার সময় তাঁর ICU-তে ভরতি থাকার ছবি এবং মেডিক্যাল বুলেটিন অনৈতিকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় আমরা খুবই আঘাত পেয়েছি। দয়া করে তাঁকে এই সময় উপযুক্ত সম্মান ও একটু প্রাইভেসি দিন। আর দয়া করে এমন ছবি, তথ্য কিংবা গুজব ছড়াবেন না। পরিবারের পক্ষ থেকে এই অনুরোধ রইল। আপনাদের প্রার্থনা এবং শুভাকাঙ্খাকে সবসময় স্বাগত জানাই। ধন্যবাদ।”

[আরও পড়ুন: নিউ নর্মালে প্রথম বাংলা সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে ‘এভাবেই গল্প হোক’, দেখুন আগাম ঝলক]

তাঁর সেই পোস্ট শেয়ার করেছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও। শোনা গিয়েছিল, বর্ষীয়ান অভিনেতাকে দেখতে বেলভিউ হাসপাতালে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ