Advertisement
Advertisement

Breaking News

Vijay Raaz

‘বিচারের আগেই অপরাধী বানিয়ে দিলেন?’ যৌন হেনস্তার অভিযোগ নিয়ে আবেগপ্রবণ বিজয় রাজ

কষ্টে গড়া কেরিয়ারে 'কালো দাগ' মানতে পারছেন না অভিনেতা।

Vijay Raaz finally breaks his silence on molestation charges | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 13, 2020 5:45 pm
  • Updated:November 13, 2020 6:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিংয়ের সেটে মহিলা ক্রু মেম্বারকে নিগ্রহ করার অভিযোগে গ্রেপ্তার হতে হয়েছিল অভিনেতা বিজয় রাজকে (Vijay Raaz)। কয়েকদিন আগে এই খবর প্রকাশ্যে আসার পর  বলিউডজুড়ে আলোড়ন পড়ে যায়। গ্রেপ্তারির পরের দিনই জামিনে মুক্তি পেলেও এতদিন নীরবই ছিলেন অভিযুক্ত অভিনেতা। অবশেষে মুখ খুলেছেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিজয়। তাঁর কথায়, ‘‘বিচারের আগেই আমাকে দোষী সাব্যস্ত করে দেওয়া হয়েছে।’’ মহারাষ্ট্রের গোন্ডিয়ায় বিদ্যা বালনের ‘শেরনি’ নামের যে ছবির শুটিংয়ের সেটে এই অভিযোগ উঠেছে, সেই ছবি থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন তিনি। এমনকী, ছবির নির্মাতারা একটি অন্তর্বর্তী তদন্ত কমিটিও গঠন করেছেন বিষয়টি নিজেদের মতো খতিয়ে দেখার জন্য। সব মিলিয়ে গত কয়েক দিনে যেন বদলে গিয়েছে বিজয়ের জীবনটাই।

Advertisement

[আরও পড়ুন: সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্লাজমাফেরেসিস সফল, আপাতত স্থিতিশীল অভিনেতা]

অসহায় ভঙ্গিতে বলিউড অভিনেতা জানাচ্ছেন, ‘‘অনেক পরিশ্রম করে আমি আমার কেরিয়ার তৈরি করেছি। কষ্ট করে নিজের বাড়ি করেছি। এত সহজে কারও কেরিয়ার নষ্ট করে দেওয়া যায়? কেউ অভিযোগ তুলল আর আপনারা ধরে নিলেন আমি অপরাধী? কাহিনির এক দিক শুনেই লোকজন সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। শেষ পর্যন্ত মামলার রায় যাই হোক, এতে একটা কালো দাগ তো পড়ে গেল। বিচারের আগেই দোষী সাব্যস্ত করে দেওয়া হল আমায়। আমার জীবনে এর ভয়ানক খারাপ প্রভাব পড়েছে। আমার বৃদ্ধ বাবা দিল্লিতে থাকেন। তাঁকে সমাজের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে। একই অবস্থা আমার ২১ বছরের মেয়েরও।’’

Advertisement

ঠিক কী হয়েছিল সেদিন? বিজয়ের কথায়, ‘‘এই একই ক্রু-এর সঙ্গে আমি প্রায় বছরখানেক ধরে আছি। সেদিন সবাই মিলে ক্রিকেট খেলা হচ্ছিল। তাই সবাই একসঙ্গে ছিলাম। এরপর যখনই মেয়েটি বলে সে অস্বস্তি অনুভব করছে আমি ক্ষমা চেয়ে নিই। এবং সেটা সকলের সামনেই। আমার ক্ষমা চাওয়ার অর্থ হল, আমি কারও অনুভবকে শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু তার মানে এই নয়, পরে থানায় তোলা অভিযোগগুলো আমি মেনে নিয়েছি। ক্ষমা চাওয়া মানে দাঁড়ায় না আপনি ভুল।’’ আপাতত বিচারের অপেক্ষায় ‘জঙ্গল’, ‘রান’, ‘ধামাল’, ‘গালি বয়’-এর মতো হিট ছবির অভিনেতা। তবে তিনি এও জানাচ্ছেন, ‘‘সত্যিটা ঠিকই সামনে আসবে। কিন্তু ক্ষতি যা হওয়ার তা হয়ে গিয়েছে।’’

[আরও পড়ুন: NCB দপ্তরে অর্জুন রামপাল, মাদক কাণ্ডে আধিকারিকদের প্রশ্নের মুখে বলিউড অভিনেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ