Advertisement
Advertisement
Yeh Jawaani Hai Deewani 2

আসছে ‘ইয়ে জওয়ানি হ্যাঁয় দিওয়ানি’র সিক্যুয়েল! রণবীর কাপুরের মন্তব্যে তুঙ্গে জল্পনা

আবার কি রণবীর-দীপিকাকে একসঙ্গে দেখা যাবে?

Yeh Jawaani Hai Deewani 2 on the way? Ranbir Kapoor gave major hint | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 7, 2023 3:22 pm
  • Updated:May 7, 2023 3:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বানি, ন্যায়না, আদি, অভি — চার বন্ধু বেরিয়ে পড়েছিল পাহাড়ে। তারপর? তারপর জীবনের চড়াই-উতরাই পেরিয়ে কেউ ফিরেছিল বন্ধুত্বের হাত ধরে, কেউ ভালবাসার আশ্রয়ে। আজও সিনেপ্রেমীদের মুগ্ধ করে ‘ইয়ে জওয়ানি হ্যাঁয় দিওয়ানি’ (Yeh Jawaani Hai Deewani)। রণবীর-দীপিকার চরিত্রের মধ্যে অনেকেই নিজেদের খুঁজে পান। সেই কাহিনি আবারও ফিরতে পারে বড়পর্দায়। হ্যাঁ, এমনই ইঙ্গিত মিলল রণবীর কাপুরের (Ranbir Kapoor) কথায়।

Yeh-Jawaani-Hai-Deewani

Advertisement

ফ্যানেদের সঙ্গে ভারচুয়াল চ্যাট করতে গিয়েই ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘ইয়ে জওয়ানি হ্যাঁয় দিওয়ানি’ সিনেমার সিক্যুয়েলের পক্ষে মত দেন রণবীর। অভিনেতা জানান, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা নিয়ে নতুন গল্প হতেই পারে। এমনকী পরিচালকের কাছে নাকি সিক্যুয়েলের জন্য বেশ ভাল কাহিনি ছিল।

[আরও পড়ুন: ভেবেচিন্তেই ৭ সেপ্টেম্বর ‘জওয়ান’ রিলিজ করছেন শাহরুখ, কতটা লাভবান হবেন?]

‘ইয়ে জওয়ানি হ্যাঁয় দিওয়ানি’র মতো সিনেমার সিক্যুয়েল হতে তা কেমন হবে? এই প্রশ্নেরও জবাব দিয়েছেন রণবীর। অভিনেতা জানান, ১০ বছর পরের কাহিনি দেখানো যেতে পারে। তখন বানি (রণবীর কাপুর), ন্যায়না (দীপিকা পাড়ুকোন), আদি (কল্কি কেকল্যাঁ), অভি (আদিত্য রায়কাপুর) কী করছে, তা নিয়ে বেশ কৌতূহল থাকতে পারে।

Yeh-Jawaani-Hai-Deewani

উল্লেখ্য, এর আগেও ‘ইয়ে জওয়ানি হ্যাঁয় দিওয়ানি’র সিক্যুয়েল নিয়ে কথা বলেছিলেন। তখন অভিনেতা জানিয়েছিলেন, সুপারহিট সিক্যুয়েল নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই আলোচনা হয়। তবে পরিচালক অয়ন মুখোপাধ্যায় ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ব্যস্ত। আর তা বেশ সময় সাপেক্ষ বিষয়। অবশ্য সময়ের কথা কেই বা বলে পারে! তাই বানি, ন্যায়না, আদি, অভিদের দেখার আশা ছাড়ছেন না অনুরাগীরা।

[আরও পড়ুন: মগজাস্ত্রের জোরে হল না লক্ষ্যভেদ, মন কাড়তে পারল না পরমব্রতদের ‘সাবাশ ফেলুদা’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement