BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

আবারও রিল লাইফে জুটি বাঁধতে চলেছেন দীপবীর?

Published by: Sayani Sen |    Posted: January 7, 2019 4:10 pm|    Updated: January 7, 2019 9:41 pm

Deepika to play Ranveer’s onscreen wife?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই সাতপাকে বাঁধা পড়েছেন দীপিকা-রণবীর৷ লেক কোমোয় তাঁর বহুচর্চিত বিয়ে নিয়ে এখনও আলোচনার শেষ নেই৷ এরই মাঝে আবারও বি-টাউনে দীপবীরকে নিয়ে চলছে জোর গুঞ্জন৷ শোনা যাচ্ছে, রিয়েল লাইফের পর রিল লাইফে নাকি আবারও জুটি বাঁধতে চলেছেন দীপিকা-রণবীর৷ সব ঠিকঠাক থাকলে নাকি ‘৮৩’ -তে কপিল দেবের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দীপিকাকে৷

[এক টুকরো চম্বল উঠে এল ‘সোনচিড়িয়া’-র ট্রেলারে]

‘পদ্মাবত’-এ একসঙ্গে দেখা গিয়েছিল রণবীর-দীপিকাকে৷ যদিও রিল লাইফে ‘পদ্মাবত’-কে নিজের করে পাননি আলাউদ্দিন খিলজি৷ কিন্তু সেখানেই হয়ে গিয়েছিল মন দেওয়া নেওয়া৷ তারপর একে অপরের কাছে আসা৷ ছ’বছর ধরে প্রেমও করেন দীপিকা-রণবীর৷ তারপর নভেম্বরে ধুমধাম করে বিয়েও সেরে ফেলছেন দীপবীর৷ এখন তাঁদের পরিচয় স্বামী-স্ত্রী৷ রিয়েল লাইফে দীপিকাকে স্ত্রী হিসাবে পেয়ে মুগ্ধ রণবীর৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, দীপিকার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। ভাল কোনও স্ক্রিপ্ট পেলে আবারও একসঙ্গে কাজ করতে চান একসঙ্গে। এবার শোনা যাচ্ছে, রণবীরের ইচ্ছাও নাকি পূরণ হতে চলেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কবীর খান কপিল দেবের বায়োপিক তৈরি করছেন৷ ‘৮৩’ নামে ওই ছবিতে কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীরকে৷ আর কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে নাকি দেখা যেতে পারে দীপিকাকে৷ সূত্রের খবর অনুযায়ী, ছবির পরিচালক কবীর নাকি ইতিমধ্যেই দীপিকাকে এই চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছেন। এবং ইতিবাচক প্রতিক্রিয়াও পাওয়া গেছে দীপিকার থেকে। দীপিকার এই চরিত্রের জন্য সাত দিনের শুটিংই যথেষ্ট বলেও জানা গিয়েছে।

[শ্রীদেবীর বায়োপিকের পরিকল্পনা করছেন বনি কাপুর]

বছরের শেষে মুক্তি পেয়েছে রণবীর অভিনীত ‘সিম্বা’। বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে এই ছবি। ‘গল্লি বয়’-এর ট্রেলার লঞ্চ অ্যানাউন্সমেন্টেও রণবীরকে দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা৷ এছাড়াও একাধিক ছবির অফার রয়েছে রণবীরের হাতে। অন্যদিকে, অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের বায়োপিকে দেখা যাবে দীপিকাকে৷ তাই বলা যেতেই পারে সদ্য জুটি বাঁধা দীপবীরের নতুন বছরটা বেশ ভালই কাটছে৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে